অক্টোবরের প্রথম সপ্তাহেই গোয়া উড়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত আইএসএল সিজনে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল।…

kerala blasters

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত আইএসএল সিজনে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই হতাশাজনক পরিস্থিতি দেখা দিয়েছিল কেরালার। এই সবদিক মাথায় রেখেই পরবর্তীতে এই সুইডিশ কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের ছাঁটাই করেছিল দক্ষিণের এই দল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Advertisements

তাঁদের সক্রিয়তায় জয়ের সরণিতে ফিরেছিল কেরালা ব্লাস্টার্স। যদিও গত কলিঙ্গ সুপার কাপের আগেই নয়া কোচ নিয়োগ করেছিল আইএসএলের এই ক্লাব। সেই অনুযায়ী দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে কেরালা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও আটকে যেতে হয়েছিল দ্বিতীয় ম্যাচে। যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। বলতে গেলে তাঁদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল কোয়ামি পেপরাদের।

   

Kerala Blasters FC Signs Promising Goalkeeper Arsh Anwer Shaikh from Mohun Bagan

সেটা নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। সেই ধাক্কা ভুলে সমস্ত অনেক আগে থেকেই নয়া মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে প্রভাব বিস্তারকারী একাধিক ফুটবলারদের দিকে নজর গিয়ে পড়েছিল দলের। তাঁদের চূড়ান্ত করাই প্রধান লক্ষ্য ছিল কেরালার। কিন্তু শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। কোচের নির্দেশ মতো বেশকিছু তারকাদের রিলিজ করে দেওয়ার ও পরিকল্পনা ছিল দলের সেইমতো বিদায় জানানো হয় বেশ কয়েকজন ফুটবলারদের। আসন্ন সুপার কাপে ভালো ফল করাই এখন অন্যতম লক্ষ্য সকলের।

আগেই জানা গিয়েছিল যে, সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দেবে দক্ষিণের এই ফুটবল দল। তাছাড়া এবারের সুপার কাপ গোয়ার বুকে আয়োজিত হলে গোয়াতে এসেই হয়তো নিজেদের প্রস্তুত করবে কেবি এফসির ফুটবলাররা। তাতেই সিলমোহর পড়ল এবার। জানা গিয়েছে আগামী ৭ই অক্টোবর সুপার কাপের প্রস্তুতির জন্য গোয়া উড়ে যাচ্ছে ডেভিড কাতলা সহ গোটা দল।


❓ FAQs

Q1. কবে থেকে গোয়ায় প্রাক-মরসুম ক্যাম্প শুরু করছে কেরালা ব্লাস্টার্স?
👉 আগামী ৭ই অক্টোবর থেকে গোয়ায় ক্যাম্প শুরু হবে।

Q2. সুপার কাপের প্রস্তুতি কেন গোয়াতে করা হচ্ছে?
👉 এবারের সুপার কাপ গোয়াতে আয়োজিত হচ্ছে, তাই স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্লাস্টার্সরা গোয়াকেই বেছে নিয়েছে।

Q3. কে কেরালা ব্লাস্টার্সের বর্তমান কোচ?
👉 স্প্যানিশ কোচ ডেভিড কাতলা বর্তমানে দলের দায়িত্বে আছেন।

Q4. গত মরসুমে কেমন পারফরম্যান্স করেছিল কেরালা ব্লাস্টার্স?
👉 ডুরান্ড কাপ ও আইএসএলে খুব একটা ভালো করতে পারেনি, এমনকি কলিঙ্গ সুপার কাপ থেকেও দ্রুত ছিটকে গিয়েছিল।

Q5. কোন ফুটবলারদের বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স?
👉 ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকজন বিদেশি ও দেশীয় তারকাকে রিলিজ করা হয়েছে।

Q6. আসন্ন সুপার কাপে কেরালার লক্ষ্য কী?
👉 ভালো পারফরম্যান্স করে শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করা।


🔑Kerala Blasters pre-season camp, KBFC Super Cup preparation, Kerala Blasters 2025 news, David Catala Kerala Blasters, Kerala Blasters training Goa