মরসুম শুরু হওয়ার আগেই চোটের কবলে তারকা

কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters) নতুন বিদেশি ফুটবলার জশুয়া সোতিরিও (Jaushua Sotirio) মরসুম শুরু হওয়ার আগেই চোটের কবলে পড়েছেন বলে জানা গিয়েছে ।

Jaushua Sotirio

কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters) নতুন বিদেশি ফুটবলার জশুয়া সোতিরিও (Jaushua Sotirio) মরসুম শুরু হওয়ার আগেই চোটের কবলে পড়েছেন বলে জানা গিয়েছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১৬ জুলাই চোটের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছেন তিনি। গোড়ালিতে চোট পেয়েছেন বলে মনে করা হচ্ছে। গুরুতর হতে পারে চোট। আশঙ্কা করা হচ্ছে এই চোটের কারণে মরসুমের বেশির ভাগ সময় হয়তো খেলতে পারবেন না এই অস্ট্রেলীয় ফরোয়ার্ড।

মাত্র দুই মাস আগে এ লিগের ক্লাব নিউক্যাসল জেটস থেকে দুই বছরের চুক্তিতে ভারতের ক্লাবে যোগ দিয়েছিলেন সিডনিতে জন্ম নেওয়া এই তারকা। প্রাক মরসুম অনুশীলন সেশনের সময় তিনি চোট পেয়েছেন। অস্ত্রোপচার করতে হবে তাকে। ক্লাবের ভক্তরা আশা করছেন চোট কেন গুরুতর না হয়।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে চলা ডুরান্ড কাপে অনিশ্চিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার। ডুরান্ড কাপ এগিয়ে আসায় কেরালা ব্লাস্টার্সের হাতে জশুয়া সোতিরিওর বিকল্প খুঁজে নেওয়ার মতো বিশেষ সময় হয়তো নেই। তবে এটাই তাদের একমাত্র মাথাব্যথা নয়। সাহাল আবদুল সামাদ সহ স্কোয়াডের একাধিক ফুটবলারের বিদায়ের পর খাতায় কলনে কমেছে স্কোয়াডের শক্তি। তার ওপর বিদেশি ফুটবলারের চোট বাড়িয়েছে সমস্যা। এখন দলের হাতে তিনটি বিদেশী বিকল্প রয়েছে – মার্কো লেসকোভিচ, অ্যাড্রিয়ান লুনা এবং দিমিত্রি দিয়ামানতাকোস।