INDIA Alliance: আলোচনা না করেই নাম কেন? জোটের ইন্ডিয়া নামে ঘোর আপত্তি নীতীশের

জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন। জন্ম নেওয়ার এক দিনের মধ্যেই অ-বিজেপি শক্তির জোট INDIA নাম নিয়ে শুরু হয়ে গেল কাদা ছোঁড়াছুঁড়ি। প্রথম কাদা ছুঁড়লেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। তিনি সরাসরি কংগ্রেসকে কটাক্ষ করেছেন।

INDIA Alliance

জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন। জন্ম নেওয়ার এক দিনের মধ্যেই অ-বিজেপি শক্তির জোট INDIA নাম নিয়ে শুরু হয়ে গেল কাদা ছোঁড়াছুঁড়ি। প্রথম কাদা ছুঁড়লেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। তিনি সরাসরি কংগ্রেসকে কটাক্ষ করেছেন। Kolkata 24×7 বিশেষ সূত্র মারফত জানতে পারছে, পাটলিপুত্রের রাজনীতিতে শোরগোল ফেলেছেন নীতীশ কুমার। তিনি জোটের অলিখিত মুখ বলে ইতিমধ্যেই চর্চিত। নীতীশ তাঁর ঘনিষ্ঠ মহলে জোটের নতুন নাম নিয়ে সরব। তিনি বলছেন এই নাম নিয়ে কোনও আলোচনাই হয়নি।

নীতীশ জোট ভাঙতে পারেন বলেই গুঞ্জন পাটনায়। কারণ, জোটের নেতাদের সাথেই তাঁর বনিবনা হচ্ছে না। তিনি জোটের নাম ঘোষণার পর বিদ্রোহী ভূমিকা নিতে চলেছেন। নীতীশ কেন জোটের নাম নিয়ে গোঁসা দেখাচ্ছেন এ বিষয়ে জানতে পাটনার রাজনৈতিক অন্দরমহলে কান পেতেছিল kolkata 24×7- কানে এসেছে নীতীশের গোঁসা নিয়ে ফিসফিসানি।

তবে বিহারের ক্ষমতায় থাকা মহাজোটের কোনও শরিকই (আরজেডি, কংগ্রেস, সিপিআইএম লিবারেশন, সিপিআই, সিপিআইএম এবং খোদ জেডিইউ) মুখ খুলতে চায়নি। নীতীশের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজেপি। বারবার বিজেপির সাথে জোট করা ও ভেঙে দেওয়া নীতীশ কুমারের পরবর্তী পদক্ষেপ সন্দেহজনক বলে চর্চা শুরু হয়েছে।

এদিকে ইন্ডিয়া নাম নিয়ে জোটের অন্যতম নেতা নীতীশ কুমারের অবস্থান নিয়ে বিতর্ক বাড়ছে। ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) নাম মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের পর ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, বিরোধী জোটের নাম প্রকাশ্যে আসতেই হতবাক হন নীতীশ কুমার। বৈঠকেই নীতীশ কুমার প্রশ্ন তোলেন যে কীভাবে একটি জোটের নাম ভারত করা যেতে পারে?

নীতীশ প্রশ্ন তুলতেই কয়েকটি দল মাথা নেড়ে সায় দেয়। ততক্ষণে তৃ়ণমূল কংগ্রেসের তরফে নতুন নাম নিয়ে সোল্লাস শুরু হয়ে যায়। পরে জোটের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে মোদীকে কটাক্ষ করেন। ততক্ষণে বাকিরাও গুঞ্জন শুরু করেছে। আরজেডিও হতবাক হয়ে যায় আলোচনাবিহীন নাম নিয়ে। আরজেডি ও জেডিইউ অর্থাত লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার দুজনেই জোটের নাম নিয়ে এক অবস্থানে।