Kerala Blasters FC: লুনার বিকল্প হিসেবে এবার তারকার দিকে নজর কেরালার

Nicolás Lodeiro

গত ফুটবল মরশুম খুব একটা ভালো কাটেনি। ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত গোলের দরুণ টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters FC)। যা নিয়ে পরবর্তীতে তোলপাড় হয়ে ওঠে ভারতীয় ফুটবল মহল। তবে সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের।

Advertisements

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা 

সেইমতো এবারের এই ফুটবল মরশুম শুরু করেছে কেরালা। তবে নিশু কুমার থেকে শুরু করে প্রভসুখান সিং গীলের মতো ফুটবলাররা দল থেকে চলে গেলেও তাদের বিকল্প খুঁজে নিতে কোনো সমস্যা হয়নি এই ফুটবল দলের। ইশান পন্ডিতা থেকে শুরু করে সচীন সুরেশের মতো একাধিক দাপুটে তারকাকে সাইন করিয়েছে কেরালা ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: Clifford Miranda: ভয়াবহ পরিস্থিতির কথা বললেন বাগানের মিরান্ডা 

তাদের সঙ্গেই দলে থেকে গিয়েছিলেন দাপুটে বিদেশি তারকা আদ্রিয়ান লুনা। এছাড়াও দলে আছেন একের পর এক প্রতিভাবান। যার দরুণ এই ফুটবল মরশুমে যথেষ্ট সক্রিয় রয়েছে ভুকোমানোভিচের ছেলেরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের নিরিখে প্রথম দুইয়ের মধ্যেই ঘোরাফেরা করছে এই ফুটবল দল। তবে গত কয়েকদিন আগেই প্রবল সমস্যা দেখা দেয় তাদের। অনুশীলন চালাতে গিয়ে হঠাৎ চোট পান তারকা বিদেশী আদ্রিয়ান লুনা।

Advertisements

আরও পড়ুন:  Amir Jamal: টাকার অভাবে ট্যাক্সি চালাতেন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের সেরা বোলার

প্রথমদিকে তার প্রাথমিক চিকিৎসা করে বিশ্রাম দেওয়া হলেও পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার গুরুতর চোটের কথা সামনে আসে। যার দরুণ এবারের এই ফুটবল মরশুম থেকে ছিটকে গিয়েছেন তিনি। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দক্ষিণের ফুটবল অনুরাগীদের কাছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে লুনার বদলে কে আসতে পারেন কেরালা দলে। সেই নিয়ে এবার সামনে আসল নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, লুনার পরিবর্তে এবার নাকি আরেক দাপুটে ফুটবলার নিকোলাস লদ্রিওর সাথে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সেটি। উল্লেখ্য, তার আগমন দলকে যে আরও শক্তিশালী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।