Covid: কেরল থেকে তামিলনাড়ুতে ছড়াল করোনা, দুই রাজ্যেই বাঙালিদের যাতায়াত

কেরলে ফের বাড়ছে করোনাভাইরাস (Covid) সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটের কোভিড ডেটা অনুসারে ১৫ ডিসেম্বর পর্যন্ত কেরলে সর্বাধিক 1,144 করোনা সংক্রমিত রোগী আছেন। প্রতিবেশি রাজ্য তামিলনাড়ুতে…

Covid 19: Upward Corona Graph, Number of Active Patients Rising in the Country

কেরলে ফের বাড়ছে করোনাভাইরাস (Covid) সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটের কোভিড ডেটা অনুসারে ১৫ ডিসেম্বর পর্যন্ত কেরলে সর্বাধিক 1,144 করোনা সংক্রমিত রোগী আছেন। প্রতিবেশি রাজ্য তামিলনাড়ুতে বাড়ল করোনা রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত 36 জনের শরীরে করোনাভাইরাসের সক্রিয় উপস্থিতি ধরা পড়েছে। এতে তামিলনাড়ুতে উদ্বেগ প্রবল।

কেরলে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকা নতুন কোভিড প্রাদুর্ভাব মোকাবিলায় সমস্ত সতর্কতা অবলম্বন করেছে। এমনই জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ভাইরাসের বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং জ্বরের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট এলাকায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখালে আরটি-পিসিআর পরীক্ষা করার জন্য সতর্ক করা হয়েছে।

কেরলের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য আধিকারিকরা কেরলে যোগাযোগ জারি রেখেছেন। তিনি আরও বলেন, সম্প্রতি সিঙ্গাপুরে করোনা সংক্রমণ বেড়েছে। আমি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছি। আমাকে বলা হয় যে এই সংক্রমণটি হালকা। কেরলের ক্ষেত্রেও একই অবস্থা।

কেরল ও তামিলনাড়ু এই দুই রাজ্যে চিকিতসা ও পরিকাঠামো সংক্রান্ত কাজে যান পশ্চিমবঙ্গের বহু জন্য। সেখান থেকে করোনা সংক্রমণ বাংলার দিকে আসার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।