এই নয়া সিজনে খুব একটা ছন্দে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ডুরান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে অভিযান শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। পাঞ্জাব এফসির কাছে প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই ছন্দ। পরবর্তীতে সময় যত এগিয়েছে কেবল পরাজিত হতে হয়েছে কেরালা ব্লাস্টার্সকে। যারফলে প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। বর্তমানে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে আদ্রিয়ান লুনারা।
সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এমন হতাশাজনক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য এই ফুটবল ক্লাবের। গত মাসেই মিকেল স্ট্যাহরে সহ তাঁর সাপোর্টিং স্টাফেদের বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট । তাঁর পরিবর্তে কয়েক সপ্তাহ ধরেই নতুন কোচের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। এক্ষেত্রে প্রথমদিকে একাধিক হাইপ্রোফাইল নাম উঠে আসতে শুরু করলেও সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে শুধুমাত্র কোচ নয়। দলকে আরও শক্তিশালী করে তুলতে আরও একাধিক ফুটবলারদের ও বদল করার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে তাঁরা দল থেকে বিদায় জানিয়েছে রাহুল কেপিকে।
সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সমর্থকরা। কিন্তু রাহুলের পরিবর্তে কাকে নেওয়া হতে পারে দলের মধ্যে? এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই উঠে আসতে শুরু করেছে একাধিক তারকা ফুটবলারদের নাম। যার মধ্যে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে জিথিন এমএস এবং বিপিন সিং। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বলাবাহুল্য, এই ফুটবল সিজনে জুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের হয়ে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন এই ভারতীয় ফুটবলার। যারফলে পিছিয়ে থেকে শুরু করতে হলেও বর্তমানে অনেকটা এগিয়ে ডুরান্ড কাপ জয়ীরা।
এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকেই নাকি দলে টানতে মরিয়া টমাস টচর্জের কেরালা। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। কিন্তু দলের এমন গুরুত্বপূর্ণ ফুটবলারকে নর্থইস্ট আদৌ ছাড়ার সিদ্ধান্ত নেবে কিনা এখন সেটাই দেখার। পাশাপাশি মুম্বাই সিটি এফসির দাপুটে ফুটবলার বিপিন সিংয়ের দিকে ও নজর রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। বলাবাহুল্য, গত ফুটবল মরসুমে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিপিন। এই অনবদ্য পারফরম্যান্সের কথা মাথায় রেখেই নয়া সিজনে তাঁকে দলে রেখেছিল ম্যানেজমেন্ট। গতবারের মতো এবার ও খেলছেন ব্যাপকভাবে।
এই পরিস্থিতিতে আদৌ তিনি দল বদল করতে রাজি হন কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। গত ম্যাচে পাঞ্জাব এফসিকে পরাজিত করার পর সোমবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স। এক্ষেত্রে জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য নোয়া সাদাউদের।