গতবারের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters )। সেজন্য মিকেল স্ট্যাহরের নির্দেশ মেনেই নতুন সিজনের জন্য খেলোয়াড় চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। সেইমতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলার নির্বাচনে ও চমক দিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। পাশাপাশি দলের বেশকিছু পুরনো তারকাদের সঙ্গে ও চুক্তি বাড়িয়েছে কেরালা।
সেই তালিকায় যুক্ত হল সোরাইশাম সন্দীপ সিংয়ের (Sandeep Singh) নাম। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করে ম্যানেজমেন্ট।যারফলে, আগামী ২০২৭ সাল পর্যন্ত দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন ভারতীয় রাইট ব্যাক। উল্লেখ্য, গত সিজনে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে দলের রক্ষণভাগ সামাল দিয়েছিলেন সন্দীপ।
ইতিবাচক পারফরম্যান্সের দরুন তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেরালা ব্লাস্টার্স। যা নিয়ে খুশি বছর ঊনত্রিশের এই ফুটবলার। এবার নতুন মরসুমে ও দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চান মনিপুরের এই ডিফেন্ডার।
ʟᴏᴄᴋɪɴɢ ɪᴛ ᴅᴏᴡɴ 📝
Sandeep is committed to securing our backline until 2⃣0⃣2⃣7⃣#KBFC #KeralaBlasters pic.twitter.com/u2MR5Rg00e
— Kerala Blasters FC (@KeralaBlasters) July 30, 2024
উল্লেখ্য, গত বছর আইএসএলের প্লে-অফে উঠে ও শেষ রক্ষা করতে পারেনি কেরালা। এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। সেইসব এখন অতীত। নতুন সিজনে সুইডিশ কোচের হাত ধরে ট্রফি জিততে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব।