Kerala Blasters: ইভান প্রসঙ্গে ‘বিস্ফোরক’ করোলিস! কী বললেন তিনি

Karolis Skinkys, coach, Ivan Vukomanovic

গত শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে কোচ ইভান ভুকোমানোভিচের বিদায়ের কথা ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা নিঃসন্দেহে কিছুটা হতাশ করেছে দলের সমর্থকদের। উল্লেখ্য, গত বেশকিছু মরশুম ধরেই এই দাপুটে ফুটবল ক্লাবের দায়িত্ব সামলে আসছেন ইভান। তার তত্ত্বাবধানে গত বেশ বছর ধরেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থেকেছে দল। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি কখনো‌। বেশ কয়েক বছর ধরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেললেও ফাইনালিস্ট হয়েই মাঠে ছাড়তে হয়েছে তাদের।

তাই মরশুম শেষে এবার তাদের দলের কোচ বদল করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গেই দলের ডিরেক্টর ক্যারোলিস স্কিনকিস বলেন, বিগত তিনটে বছর ধরে আমাদের দলের উন্নতি সাধনের ক্ষেত্রে ইভান ভুকোমানভিচের সক্রিয়তা অনস্বীকার্য। তার সাথে কাজ করে আমরা যথেষ্ট খুশি। আইএসএলের কেরালা ব্লাস্টার্স এফসির উওরনে তার অবদানের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

   

আগামী মরশুম দল যে নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তা পরিষ্কার। তবে এমন শক্তিশালী ক্লাবের দৌলতে আদৌ কাকে আনা হয় এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন