সিজনের শুরুটা একেবারেই ভালো ছিল না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর আইএসএল থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে দেশের এই প্রথম ডিভিশন লিগ শুরু করে কেরালা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হয় দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক বদল আনতে তৎপর ছিল ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক ফুটবলারদের দিকে নজর ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের।
বলাবাহুল্য, সপ্তাহ কয়েক আগেই এক বিদেশি ফুটবলারকে দলে টানে আইএসএলের এই ফুটবল ক্লাব।যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। তবে শুধু বিদেশি ফুটবলার নয়। রক্ষণভাগকে শক্তিশালী করতে বেশ কয়েকজন ভারতীয় ডিফেন্ডারদের দিকে ও নজর ছিল সকলের। অবশেষে গত কয়েকদিন আগেই চেন্নাইয়িন এফসি থেকে বিকাশ ইয়ুমনকে দলে টেনে নিয়েছিল আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। বছর কয়েক আগে পাঞ্জাব এফসি থেকে তাঁকে দলে টেনেছিল চেন্নাইয়িন এফসি। সময়ের সাথে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু এই সিজনে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না বিকাশ।
সেজন্য এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে ছাড়তে মরিয়া ছিল চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। এবার বাকি মরসুমের জন্য তাঁকে দলে নিয়েছে কেরালা। বিকাশের আগমণে আগের থেকে এবার অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে কেরালার রক্ষণভাগ। তবে নতুন দলের হয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি মনিপুরের এই ডিফেন্ডারের। বর্তমানে সাময়িক চোটের সমস্যায় ভুগছেন এই ডিফেন্ডার। যারফলে কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলার। ঘন্টা কয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথাই জানায় ম্যানেজমেন্ট।
🚨 UPDATE 🚨
The club can confirm that Bikash Yumnam is harbouring a minor hamstring problem as a result of which he will be working closely with the club’s medical team to ensure a swift and complete recovery to eradicate it for the long term.
We are optimistic about Bikash’s… pic.twitter.com/C4OGEwJy89
— Kerala Blasters FC (@KeralaBlasters) January 23, 2025
সেখানে বলা হয়, “ক্লাব নিশ্চিত করছে যে বিকাশ ইয়ুমনামের হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যা রয়েছে। যার ফলে তিনি ক্লাবের মেডিকেল টিমের সাথে নিজের কাজ চালিয়ে যাবেন। আমরা তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনা করি। আমরা বিকাশের দ্রুততার সাথে প্রশিক্ষণে ফিরে আসার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।”