Kerala Blasters: ডায়ামান্টাকোসের সঙ্গে চুক্তি বাড়াতে পারে কেরালা

আইএসএলে আশার পর থেকে এখনো ছন্দে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মাঝে কয়েকটি ম্যাচ জিতলেও তা প্লে-অফের জন্য যথেষ্ট নয়। এবার পরবর্তী পর্যায়ে যেতে গেলে আসন্ন…

dimitrios diamantakos

আইএসএলে আশার পর থেকে এখনো ছন্দে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মাঝে কয়েকটি ম্যাচ জিতলেও তা প্লে-অফের জন্য যথেষ্ট নয়। এবার পরবর্তী পর্যায়ে যেতে গেলে আসন্ন কেরালা (Kerala Blasters) ম্যাচ থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা বেঙ্গালুরু, সকলের বিপক্ষেই জয় পেতে হবে মশাল ব্রিগেডকে। কাজটা যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই বুঝতে পারছেন কোচ কার্লোস কুয়াদ্রাত।

তবুও খেলোয়াড়দের দিকেই তাকিয়ে সকলে। এই সময়ে দলের যে পারফরম্যান্স তাতে আদৌ আগামী ম্যাচ গুলি কতটা সহজ হবে তাদের কাছে সেই নিয়ে ও যথেষ্ট চিন্তায় রয়েছে দলের সমর্থকরা। এসবের মাঝেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের দিকে নজর ছিল মশাল ব্রিগেডের।‌ দলের গ্ৰীক ফুটবলার দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের দিকে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, নতুন মরশুমের জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে তার। কিন্তু তার পারফরম্যান্স দেখে বর্তমান দল কেরালা ব্লাস্টার্স যে সহজে এমন ফুটবলারকে হাতছাড়া করতে চাইবে না তা সকলেরই জানা। প্রথমদিকে কেরালার তরফ থেকে তেমন কিছু না জানা গেলেও এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, ডায়মান্টাকোসের সঙ্গে নাকি আরো দুই বছরের চুক্তি বাড়াতে চায় দক্ষিণের এই ফুটবল ক্লাব।

তবে আদৌ তিনি কেরালায় থাকবেন কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট হয়নি। কিন্তু নিজের পুরনো দলের প্রস্তাব ছেড়ে আদৌ অন্য কোন ফুটবল দলে তিনি যেতে চাইবেন কিনা সেটাও দেখার বিষয়। সেক্ষেত্রে, বিকল্প ফুটবলারের সন্ধান করতে হতে পারে আইএসএলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল দলকে।