আইলিগের এই গোলরক্ষকের দিকে নজর চার ISL ক্লাবের

আসন্ন কয়েকটি সপ্তাহের পর শেষ হয়ে যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের ( ISL) গ্রুপ পর্ব। তারপর কোয়ালিফায়ার রাউন্ডের খেলা, সেখান থেকে পরবর্তীতে সেমিফাইনাল ফাইনাল। পরবর্তীতে…

goalkeeper Nora Fernandez

আসন্ন কয়েকটি সপ্তাহের পর শেষ হয়ে যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের ( ISL) গ্রুপ পর্ব। তারপর কোয়ালিফায়ার রাউন্ডের খেলা, সেখান থেকে পরবর্তীতে সেমিফাইনাল ফাইনাল। পরবর্তীতে এএফসি কাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে দল নামাবে ভারতীয় ক্লাবগুলি। যে তালিকায় অনেক আগেই স্থান করে নিয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

এছাড়াও আইএসএলের লিগশিল্ড জয়ী দল এবং চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে আন্তর্জাতিক স্তরে। সেই মতো প্রস্তুতি শুরু করে দেবে প্রত্যেকে। এছাড়াও ফুটবলের নতুন মরশুমের জন্য এখন থেকেই নজরে থাকা বেশ কিছু ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে একাধিক ক্লাবের।

   

এক্ষেত্রে আইএসএলের দাপুটে ফুটবলারদের পাশাপাশি নয়া প্রতিভার সন্ধানে আইলিগ এবং বিদেশের বিভিন্ন ফুটবল ক্লাব গুলির দিকে নজর রয়েছে ক্লাব ম্যানেজমেন্ট গুলির। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্স দলের দাপুটে ফুটবলার ডায়মান্টাকোসকে নাকি দলে টানতে মরিয়া কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

অন্যদিকে, নোয়া সাদাউয়ের মতো মরোক্কান ফুটবলারের দিকে নজর পড়েছে কেরালার। আবার কিয়ান নাসিরির মত ভারতীয় প্রতিভার দিকে নজর রয়েছে চেন্নাইন দলের। তবে এবার আইলিগের দল থেকে নতুন প্রতিভাকে নিজেদের দলে সামিল করতে চায় আইএসএল জয়ী বেশ কয়েকটি ক্লাব। যাদের মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে, মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসি।

পাশাপাশি আইএসএলের নতুন দল পাঞ্জাব এফসিরও নজর রয়েছে নোরা ফার্নান্দেজের দিকে। বর্তমানে আই লীগের অন্যতম প্রভাবশালী ক্লাব আইজল এফসিতে খেলছেন এই গোয়ান গোলরক্ষক। শেষ ম্যাচ গোকুলাম কেরালা এফসির বিপক্ষে খেলছেন বছর পঁচিশের এই ফুটবলার। নয়া আইএসএল মরশুমের জন্য এবার এই ফুটবলারকে দলে টানতে মরিয়া সকলে। তবে এখনও পর্যন্ত কোন কিছু চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে নোরকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চেন্নাইন এফসি।