Kerala Blasters: রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতে এই ফুটবলারকে নেওয়ার পথে কেরালা

মরশুম শেষে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বিগত কিছু সিজনে এই কোচের তত্ত্বাবধানেই লড়াই করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু…

Jaganath Jayan

মরশুম শেষে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বিগত কিছু সিজনে এই কোচের তত্ত্বাবধানেই লড়াই করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু ট্রফি জয় করা সম্ভব হয়নি। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। সেজন্য এবার সুইডিশ কোচের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তাই মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে নতুন সিজন থেকে লড়াই করবে কেরালা। গত কিছু বছর ট্রফি জয়ের ক্ষেত্রে তিনি সেভাবে সফলতা না পেলেও এবার তার উপরেই ভরসা দক্ষিণের এই ফুটবল দল।

বলতে গেলে এই সুইডিশ কোচের হাত ধরেই প্রথম ট্রফি জেতার স্বপ্ন দেখছে কেরালা। সেজন্য, কোচের নির্দেশ মেনে একাধিক দেশি ও বিদেশী ফুটবলারদের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে মেলবোর্ন সিটিতে খেলা ফুটবলারদের পাশাপাশি ইউরোপের একাধিক লিগের ফুটবলারদের দিকে নজর রয়েছে এই ফুটবল ক্লাবের।

   

পাশাপাশি আদ্রিয়ান লুনা থেকে শুরু করে কোয়ামে পেপ্রাহর মতো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। তবে প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করতে চায় দক্ষিণের এই ফুটবল ক্লাব।

সেজন্য ভারতীয় ব্রিগেডের উপর বাড়তি নজর তাদের। এসবের মাঝেই তারা চূড়ান্ত করে ফেলেছে তরুণ ডিফেন্ডার জগনাথ জয়নকে। গত মরশুমে পারাপপুর এফসির হয়ে খেলেছিলেন এই তরুণ ডিফেন্ডার। বলতে গেলে সুযোগ মত নিজেকে মেলে ধরতে যথেষ্ট সক্ষম থেকেছেন সেখানে। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। এবার তাকেই নিতে চাইছে স্ট্যাহরের ক্লাব।