টানা তিন হারে সমর্থকরা হতাশ, কী বললেন স্ট্যাহরে?

সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের (Mikael Stahre) তত্ত্বাবধানে নয়া আইএসএল মরসুম শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেতে হলেও…

Mikael Stahre

সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের (Mikael Stahre) তত্ত্বাবধানে নয়া আইএসএল মরসুম শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেতে হলেও সময় এগোনোর সাথে সাথেই ছন্দে ফেরে দক্ষিণের এই ফুটবল ক্লাব। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে চলে গিয়েছিল আদ্রিয়ান লুনাদের দল। কিন্তু সেটা বেশিদিন বজায় থাকেনি। পরবর্তীতে ম্যাচ এগোনোর সাথে সাথেই পয়েন্ট টেবিলের তলানিতে চলে আসতে হয়েছে কেরালা দলকে। ফুটবলারদেরই পারফরম্যান্স যথেষ্ট হতাশ করছে সমর্থকদের।

হিসাব অনুযায়ী দেখলে গত অক্টোবর মাসের মাঝামাঝি সময় মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেষ ম্যাচ জিতেছিল কেরালা ব্লাস্টার্স। পরবর্তীতে বেঙ্গালুরু এফসি হোক কিংবা মুম্বাই সিটি এফসি। ভালো খেলেও পরাজিত হতে হয়েছে কোয়ামি পেপরাদের। সেই ধাক্কা ভুলে গত বৃহস্পতিবার থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং এই ম্যাচে এগিয়ে থেকে পরাজিত হতে হয় কেরালা ব্লাস্টার্স দলকে। যা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। যারফলে প্রভাব পড়েছে দলের পয়েন্ট টেবিলে।

সেই নিয়ে যথেষ্ট হতাশ কেরালা ব্লাস্টার্সের হেড কোচ মিকেল স্ট্যাহরে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমি মনে করি আমরা সত্যিই ভাল শুরু করেছিলাম। আমরা নিজেদের পরিকল্পনা মতো খেলছিলাম। আমাদের ছেলেরা ম্যাচের অধিকাংশ ক্ষেত্রেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। পাশাপাশি বহু প্রচুর ওয়ান-অ্যাগেইনস্ট-ওয়ান তৈরি করতে পেরেছিল। সেটা কাজে লাগানো সম্ভব হয়েছিল। তাই প্রথম গোলটি ঠিক গেম প্ল্যান অনুযায়ী ছিল।” তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছিল তাঁকে। কিন্তু তবুও দলের কনিষ্ঠ ফুটবলার কোরো সিংয়ের পারফরম্যান্স সহজেই মন জয় করেছে এই হাইপ্রোফাইল কোচের।

Advertisements

এই নিয়ে স্ট্যাহরে বলেন, ” সত্যিই সে যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। কয়েক সপ্তাহ ধরেই কোরো আমাদের সাথে আছেন। সে জাতীয় দল থেকে ফিরে এসেছিল, এবং সে প্রশিক্ষণ সেশনের পাশাপাশি রিজার্ভ ম্যাচ গুলিতে ও সকলের নজর কেড়েছিল। তাই সে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ভাল খেলেছিল, এবং এই খেলায় তাঁকে খেলানো আমার পক্ষে বেশ সহজ সিদ্ধান্ত ছিল। কিন্তু তাঁকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ সে সম্পূর্ণ ক্লান্ত ছিল। এবং তাঁর শক্তির অভাব ছিল। পাশাপাশি একটি হলুদ কার্ডও দেখে ফেলেছিলেন। কিন্তু আমি আশা করি অবশ্যই ভবিষ্যতে তাঁকে আরও ভালো পারফরম্যান্স করতে দেখবো।”