ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবগুলোর Durand Cup খেলার আদৌ কি কোনো দরকার আছে? প্রশ্ন তুলেছেন কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকানোভিচ (Ivan Vukomanovic)। বস্তুত ভারতের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
আজ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে খেলা। তার আগে প্রথাগত নিয়মে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই দলের কোচ। সেখানেই Durand Cup নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেছেন ইভান।
“এবার ভিসা সমস্যায় ইন্ডিয়ান সুপার লীগের প্রায় সব দলকেই ভুগতে হয়েছে। ৯৯ শতাংশ ক্লাব ভিসা সমস্যায় ভুগেছে। ফুটবলাররা দেরিতে এসেছে পৌঁছেছে। যার ফলে পুরো দল নিয়ে অনুশীলন দেরিতে শুরু করতে হয়েছে। দল যদি পূর্ণ শক্তি না থাকে তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়ার মানে কী?” প্রশ্ন কেরালা ব্লাস্টার্স কোচের।
“আমার মনে হয় ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবগুলোর জন্য Durand Cup খেলার আদৌ কোনো গুরুত্ব নেই। যদি পুরো দল না থাকে, পরিকাঠামো থাকে তাহলে সেই টুর্নামেন্টের গুরুত্ব এমনিতেই কমে যায়। তার থেকে বরং জুনিয়র ছেলেদের তৈরি করার ব্যাপারে মন দিলে আরো ভাল হবে।”
We know who the best fans are!
#AmagoFans, see you all at the VYBK tomorrow! Get your #EBFCKBFC tickets now
https://t.co/Fk0ZpmIrkS
Follow the page for updates on offline ticket sales & online redemptions.
#JoyEastBengal #EastBengalFC #ISL10 #ISL #LetsFootball… pic.twitter.com/jRtcloWqaZ
— East Bengal FC (@eastbengal_fc) November 3, 2023