Kerala Blasters: এসেই হুংকার দিলেন নতুন কোচ

Kerala Blasters

৩৬ বছর বয়সী ফ্রেডেরিকো পেরেইরা মোরাইসকে নিয়োগ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সহকারী ও সেট পিস বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন ক্লাবে। গতকালই ক্লাবের পক্ষ থেকে সহকারী কোচ নিয়োগের করা ঘোষণা করা হয়েছিল। নতুন দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ফ্রেডেরিকো পেরেইরা। এছাড়াও সহকারী কোচের ভূমিকায় কেরালা ব্লাস্টার্স বিয়র্ন ওয়েস্ট্রমকে নিয়োগ করেছে।

Advertisements

পেরেইরা মোরাইস একজন ডেভেলপমেন্ট কোচ। প্রধান কোচ হিসাবে শুরু করেছিলেন। কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচ মিকেল স্তাহরে তাঁর নতুন সহকারী কোচ প্রসঙ্গে উচ্ছাস প্রকাশ করেছেন।

Mohun Bagan: বড় সই সংবাদ দিল মোহনবাগান

তিনি বলেছেন, ‘কেরালা ব্লাস্টার্সের কোচিং স্টাফে বিয়র্ন ওয়েস্ট্রম ও ফ্রেডেরিকো মোরাইস যোগ দেওয়ায় আমি খুশি। আমি বিয়র্নকে দীর্ঘদিন ধরে চিনি এবং তার সাথে বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। তাই আবারও তার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

রতপ্ত কেরালা ব্লাস্টার্সের হেড কোচ বলেছেন, ‘ফ্রেডেরিকো এমন একজন কোচ যিনি বেশ কয়েকটি দেশে তার দুর্দান্ত অভিজ্ঞতা থেকে সঞ্চিত জ্ঞানের সম্পদ অর্জন করেছেন। প্রশিক্ষণ, বিশ্লেষণ এবং সেট পিসের পদ্ধতিতে খুব আধুনিক। দলের উন্নয়নে, ম্যাচে ও অনুশীলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং আমি তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

Advertisements

‘সেরা ডিফেন্ডার’কে দলে নিল Chennaiyin FC

সোশ্যাল মিডিয়ায় ফ্রেডেরিকো পেরেইরা বলেছেন, ‘এক সঙ্গে আমরা এটি একটি উত্তেজনাপূর্ণ যাত্রা করতে চলেছি।’