গত কয়েক সিজন ধরেই ইন্ডিয়ান সুপার লিগে দাপটের সাথে ফুটবল খেলে আসছেন আদ্রিয়ান লুনা (Adrian Luna)। প্রতিপক্ষের জালে বল জড়ানোর পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব ফেলেছেন উরুগুয়ের এই ফুটবলার। সেজন্য, এই মরশুমের শুরুতেও তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয় কেরালা ব্লাস্টার্স।
তবে মরশুমের মাঝামাঝি সময় চোট পেয়ে যান এই অ্যাটাকিং মিডফিল্ডার। যারফলে, বাকি আইএসএল মরশুম থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। তবে টুর্নামেন্টের প্লে-অফের টিকিট নিশ্চিত হওয়ার ফলে অনেকটাই স্বস্তি মিলে ছিল সকলের।
মনে করা হচ্ছিল টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবারো আগের মত দেখা যাবে এই উরুগুয়ান ফুটবলারকে। সেইমতো, গ্রুপ পর্বের শেষের দিকের ম্যাচ গুলিতে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল লুনাকে। বলতে গেলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তার দিকেই নজর ছিল গোটা দলের। তবে চোট থেকে ফেরার ফলে কিছুটা হলেও ফিটনেসের সমস্যা দেখা দিয়েছিল এই তারকার। যদিও পরবর্তীতে শেষরক্ষা হয়নি। সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যারফলে,মরশুম শেষে কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়ে দেয় কেরালা। এবার নতুন কোচের অপেক্ষায় এই ফুটবল ক্লাব।
তার আগেই নিজেদের বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। যাদের মধ্যে অন্যতম আদ্রিয়ান লুনা। তার সাথে আরও দুইটি সিজনের জন্য চুক্তি বাড়াতে চাইছে কেরালা ব্লাস্টার্স। পাশাপাশি তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবারের আইএসএল জয়ী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
নতুন সিজনের জন্য আদ্রিয়ান লুনাকে নিজেদের দলে রেখেই স্কোয়াড সাজাতে চাইছে পেট্রো ক্র্যাটকির ফুটবল দল। পাশাপাশি তাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে মানালো মার্কেজের এফসি গোয়া। এই মরশুমটা খুব একটা ভালো যায়নি গোয়া শিবিরের পক্ষে। সেজন্য এই ফুটবলারকে দলে নিয়ে দাপটের সাথে নতুন মরশুম শুরু করতে চাইছে গোয়া। কিন্তু আদৌ কেরালা ছেড়ে অন্যত্র যাবেন কিনা তা এখনো চূড়ান্ত করেননি এই তারকা।