Kanyashree Cup: কন্যাশ্রী কাপে বিরাট ধাক্কা খেল সাদা-কালো ব্রিগেড, খেলা হল না ম্যাচ

অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হয়েছে এবারের কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) নয়া মরশুমের বিভাগ সমূহ।যেখানে এবার একই বিভাগে রয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল…

Kanyashree Cup Mohammedan SC

অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হয়েছে এবারের কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) নয়া মরশুমের বিভাগ সমূহ।যেখানে এবার একই বিভাগে রয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব। এক কথায় বলতে গেলে এবার মহিলা ফুটবল ডার্বির সম্মুখীন হতে চলেছে সকলে। সেই অনুযায়ী গত কয়েকদিন আগে জানা গিয়েছে ডার্বির সময়সূচী।

আগামী ডিসেম্বর মাসের শুরুতে মুখোমুখি হতে চলেছে দুই দল। এছাড়াও এই এক গ্রুপেই স্থান পেয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স, বালি ক্রীড়া সমিতি, মতুয়া সরোজিনী নাইডু স্পোর্টস ক্লাব, ইনভেনশেন ফুটবল কোচিং সেন্টার সহ পশ্চিমবঙ্গ পুলিশের মতো ক্লাব। তাই এবারের শুরু থেকেই যে জমে উঠবে গোটা টুর্নামেন্ট তা বলাই চলে। কিন্তু এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে প্রথমদিকে বেশকিছুটা আপত্তি ছিল মহামেডানের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের।

এমনকি শোনা যাচ্ছিল এবারের এই কন্যাশ্রী কাপে নাকি দল নামবে না রেডরোডের ক্লাব। তবে পরবর্তীতে আইএফএ সচিবের বিবৃতি থেকে শুরু করে ক্লাবের সাবেক কর্তা ও লগ্নিকারী সংস্থার কর্তাদের যৌথ আলোচনার পর দল নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই টুর্নামেন্টে। উল্লেখ্য, গতকাল নিজেদের প্রথম ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব যা দেখে খুশি আপমর লাল-হলুদ জনতা।

অপরদিকে,আজ নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল মহামেডান স্পোর্টিংয়ের মহিলা দলের। সেইমতো লাল-হলুদের মাঠে এসে ও ছিল সাদা-কালো দল। প্রতিপক্ষ হিসেবে ছিল নিউআলিপুর সুরুচি সংঘ ক্লাব। কিন্তু মাঠে নামা হলনা এই প্রধানের। যার মূল কারন হিসেবে জানা গিয়েছে, সিএমএস প্রক্রিয়া সঠিক সময় সম্পন্ন না হওয়ার ফলে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।