Kanyashree Cup: কন্যাশ্রী কাপে এবার আটকে গেল ইস্টবেঙ্গল, হতাশ সকলেই

Kanyashree Cup Emami East Bengal

গতবারের পর এবার ও কন্যাশ্রী কাপে (Kanyashree Cup) যথেষ্ট ভালো শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। শেষ মরশুমে খেতাব জয় করার পর এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স দলকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল মশাল ব্রিগেড। পরবর্তীতে নিজেদের দ্বিতীয় ওয়েস্টবেঙ্গল পুলিশের বিরুদ্ধে ও জয় তুলে নেয় লাল-হলুদ।

Advertisements

যেখানে দাপিয়ে খেলতে দেখা গিয়েছিল সুলঞ্জনা- সুস্মিতাদের। তবে এবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেই আটকে যেতে হল ইস্টবেঙ্গল দলকে। যা নিয়ে হতাশ সকলেই। উল্লেখ্য, আজ নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নিউ আলিপুর সুরুচি সংঘের মুখোমুখি হয়েছিল সুলঞ্জনা ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় আজকের এই ম্যাচ।

আজ ঘরের মাঠে ম্যাচ থাকার দরুণ প্রথম থেকেই আক্রমণের তেজ বাড়াতে থাকে তুলসীরা। সেইমতো আক্রমণে উঠে একাধিকবার প্রতিপক্ষ দলের রক্ষনভাগে ঢুকে ও পড়তে দেখা যায় ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের। তবে শেষ পর্যন্ত ফিনিশ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। নাহলে প্রথমার্ধের শেষে অনায়াসেই ব্যবধানে বাডিয়ে এগিয়ে যেতে পারত তৃষারা। তবে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ছিল ইস্টবেঙ্গল ফুটবল দল।

Advertisements

তবে তা কোনোভাবেই কাজে আসেনি। নাহলে অনায়াসেই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় এগিয়ে যেতে পারত কলকাতার এই প্রধান। কিন্তু কোনো পরিকল্পনাই কাজে আসেনি আজ। যা নিয়ে হতাশ সকলেই। তবে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য মশাল ব্রিগেডের।