দলের একাধিক সমস্যায় জর্জরিত মোহনবাগান, কী ভাবছেন ফেরেন্দো?

গত মরশুমের জয়ের ধারা বজায় রেখেই এবারের এই নতুন সিজন শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। বলা যায় সেই ধারা বজায় রেখেই এবছর চিরপ্রতিদ্বন্দ্বী…

Juan Fernando

গত মরশুমের জয়ের ধারা বজায় রেখেই এবারের এই নতুন সিজন শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। বলা যায় সেই ধারা বজায় রেখেই এবছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছে সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে অর্থাৎ এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ও বজায় ছিল সেই একইধারা।

কিন্তু পরবর্তীতে এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম লেগে বাংলাদেশের মাটিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান ভারতীয় দলের দাপুটে ডিফেন্ডার আনোয়ার আলী। সেই ম্যাচে বল শট মারতে গিয়ে হঠাৎই মাঠে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত সাপোর্টিং স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ থেকে টিমবাসে উঠতে হয়েছিল এই তারকা ফুটবলারকে। পরবর্তীতে তার চোটের পরীক্ষা করে জানা যায় যে আগামী বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় দলের এই দাপুটে ফুটবলারকে।

তবে শুভাশিস বসু থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিল কিংবা আশিষ রাই অথবা হেক্টর ইউৎসে কেউই যেন সামাল দিতে পারছেন না বাগান রক্ষনভাগ। বলাবাহুল্য, আনোয়ার আলীর চোট পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। যারমধ্যে, জয়ের থেকে হারের সংখ্যা বেশি। আইএসএলে জামশেদপুর এফসির বিপক্ষে কষ্টার্জিত জয় এলেও এএফসি কাপের ম্যাচে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে তাদের। একটা সময় যেই দলকে আটকানোর জন্য রীতিমতো ছক কষতে শুরু করেছিল প্রত্যেকটি দল। বর্তমানে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল সেই ফুটবল দলকে। যা নিয়ে হতাশ সকলেই। তবে আনোয়ার আলীর অনুপস্থিতি দলের রক্ষনভাগে যে ব্যাপকভাবে প্রভাব ফেলছে তা ভালো মতোই বুঝতে পারছেন সকলে।

এছাড়াও গত দুই ম্যাচ ধরে মাঠের বাইরে রয়েছেন মোহনবাগানের আপফ্রন্টের দাপুটে ফুটবলার দিমিত্রি পেট্রাতোস। মূলত চোটের কারনেই এখনো পর্যন্ত দলের প্রথম একাদশের বাইরে রয়েছেন এই অজি তারকা। তার অনুপস্থিতিতে দলের আক্রমণভাগ যথেষ্ট সাদামাটা হয়ে উঠেছে সকলের কাছে। তবে অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলার দলে থাকলেও তারা যে খুব একটা সুবিধা করতে পারছেন না তা বলাই চলে। যারফলে, বারংবার ফুঁটে উঠছে দিমিত্রি পেট্রাতোসের অভাব। এই পরিস্থিতিতে দলকে পুরোনো ছন্দে আনাই এখন একমাত্র লক্ষ্য বাগানের হেড স্যারের।