IND v AUS: ৩০ রান দিয়ে করলেন ১০৪* রান, ম্যাক্সওয়েল এক গেম চেঞ্জারের নাম

শিরোনামে ফের গ্লেন ম্যাক্সওয়েল। পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারত। আজকের ম্যাচে জিততে না পারলে সিরিজ (IND v AUS) চলে যেত অস্ট্রেলিয়ার হাতের…

Glenn Maxwell

শিরোনামে ফের গ্লেন ম্যাক্সওয়েল। পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারত। আজকের ম্যাচে জিততে না পারলে সিরিজ (IND v AUS) চলে যেত অস্ট্রেলিয়ার হাতের বাইরে। প্রথম একাদশে কিছু পরিবর্তন করে ঠিক সময়ে সিরিজকে রোমাঞ্চকর করে তুলল সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া।
মঙ্গলবার বর্ষাপারা স্টেডিয়ামে নামার আগে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।

আজকের ম্যাচে জিততে পারলেও ব্যবধান হয়ে যেত ৩-০। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রথম একাদশে পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং লাইন আপে ট্রেভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলকে যুক্ত করেছিল দল। তাতেই ঘুরল ম্যাচের মোড়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ২০২৩ জয়ের অন্যতম দুই কারিগর এদিনও পালন করলেন যথাযথ ভূমিকা। সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিজে দাঁড়িয়ে থেকে জেতালেন দলকে।

প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ২২২/৩ করেছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে এদিন সেঞ্চুরি করেন ঋতুরাজ গায়কোয়াদ। ৫৭ বলে অপরাজিত ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। মারলেন ১৩ টা বাউন্ডারি ৭ টা ওভার বাউন্ডারি। গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভার থেকে ভারতের খাতায় যুক্ত হয়েছে তিরিশ রান।

তিরিশ রান দিলেন, করলেন অপরাজিত ১০৪ রান। এভাবে আবারও গেম চেঞ্চার গ্লেন ম্যাক্সওয়েল। চার ও ছয় মেরেছেন আটটি করে। ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার রানের গতি বাড়িয়ে দিয়েছিলেন হেড। ১৮ বলে করেছেন ৩৫ রান। শেষ বলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল আপাতত ২-১। পরপর দুটি ম্যাচ জিতে নিলে সিরিজে নিজেদের নামে করে নিতে পারবে অস্ট্রেলিয়া।