HomeSports Newsসেমিফাইনালে বাগানের প্রতিপক্ষ এই দল, রইল সম্পূর্ণ সূচি

সেমিফাইনালে বাগানের প্রতিপক্ষ এই দল, রইল সম্পূর্ণ সূচি

- Advertisement -

নিশ্চিতভাবেই ক্রীড়াপ্রেমীদের জন্য এক উত্তেজনায় ভরপুর সময়। কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025) সেমিফাইনাল পর্বে জায়গা করে নিয়েছে চারটি শক্তিশালী দল। সেই তালিকায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG), এফসি গোয়া (FC Goa), মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ৩০ এপ্রিল, বুধবার, ভুবনেশ্বরের (Bhubaneswar) কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে দুইটি সেমিফাইনাল, যার প্রতিটি ম্যাচেই থাকবে রুদ্ধশ্বাস টানটান উত্তেজনা।

কোয়ার্টার ফাইনালের চিত্র

   

রবিবার শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের সবকটি ম্যাচ। প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সেমিফাইনালে পা রাখে তারা। যদিও সুপার কাপের শুরুতে প্রথম দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, তবুও সাহাল, আশিক, সুহেল এবং সালাউদ্দিনের মতো তরুণদের দাপটেই ম্যাচ জিতে নেয় তারা।

একই দিনে এফসি গোয়া ২-১ গোলে পরাজিত করে পাঞ্জাব এফসিকে। ফলে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে গোয়ার নাম। অন্যদিকে, রবিবার প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি ১-০ গোলে হারায় ইন্টার কাশীকে, আর দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জয় পায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

সেমিফাইনালের সূচি

৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৪.৩০টায় মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। একই স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসির লড়াই।

মোহনবাগান বনাম এফসি গোয়া: হাইভোল্টেজ ম্যাচ

এই ম্যাচ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। মোহনবাগান বর্তমানে আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে খেলছে এবং তরুণ ব্রিগেডের আত্মবিশ্বাস তুঙ্গে। সাহাল, সুহেল ও আশিকদের গতিময় ফুটবলের সঙ্গে দারুণ বোঝাপড়ায় কেরালার বিরুদ্ধে জয় এসেছে সহজেই। অন্যদিকে এফসি গোয়া-ও দুর্দান্ত ছন্দে রয়েছে, কোয়ার্টারে শেষ মুহূর্তের গোলে জয় এসেছে তাদের জন্য। দুই দলেরই রয়েছে আক্রমণাত্মক ফুটবলের ধারা, ফলে সেমিফাইনালে জমজমাট লড়াই দেখার আশা করা যায়।

মুম্বই বনাম জামশেদপুর: কঠিন লড়াইয়ের অপেক্ষায়

রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল—মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি। মুম্বইয়ের আক্রমণভাগ এবং মাঝমাঠে দারুণ সংযম দেখা গেছে ইন্টার কাশীর বিরুদ্ধে। লালিয়ানজুয়ালা ছাংতের একমাত্র গোলে জয় আসে। অপরদিকে, জামশেদপুর নর্থ ইস্টের বিরুদ্ধে রক্ষণভাগে একদম নির্ভরযোগ্য থেকেছে এবং পেনাল্টিতে চাপ সামলে দুর্দান্ত জয় পেয়েছে। এই ম্যাচও শেষ পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রচার ও অন্যান্য তথ্য

উভয় সেমিফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিও-হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

সমর্থকদের প্রত্যাশা

মোহনবাগান সমর্থকদের আশা এখন তরুণদের হাতেই। দীপক টাংরির নেতৃত্বে সাহসী ফুটবল খেলে তারা সাফল্যের ধারায় এগিয়ে যেতে চায়। অন্যদিকে, গোয়া-র অভিজ্ঞতাও যে কোনও বড় টুর্নামেন্টে তাদের এগিয়ে রাখে। মুম্বই ও জামশেদপুরের ম্যাচেও রয়েছে অনেক অনিশ্চয়তা, কারণ দুই দলেরই রয়েছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড়।

অবশেষে, ৩০ এপ্রিল কলিঙ্গ স্টেডিয়ামে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, সেগুলির দিকেই তাকিয়ে আছে সমগ্র ভারতীয় ফুটবল বিশ্ব। কোন দুটি দল পৌঁছবে ফাইনালে, তার উত্তর দেবে মঙ্গলবারের সেই ৯০ মিনিটের নাটকীয় লড়াই।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular