ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি চলতি মরশুম শেষে জুভেন্টাস (Juventus) থেকে বিদায় নিতে চলেছে জর্জিও কিয়েল্লিনি। এই অভিজ্ঞ ডিফেন্ডারের অবসরের পর ক্লাবের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো জুভেন্টাস।অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি’র হাতে দলের পরবর্তী অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হলো।
Advertisements
সোমবার চলতি মরশুমে নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় এই মরশুমের শেষ হোম ম্যাচ খেলতে নেমেছিলো জুভেন্টাস।খেলার আগের দিন বছর ৩৫’এর বোনুচ্চি’কে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।
Advertisements
ঘরোয়া ফুটবল বলুন অথবা ইউরোপীয়ান ফুটবল,সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা জুভেন্টাসের। গত বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলানের কাছে ৪-২ গোলে হার হজম করেছিল তারা।এরপর জুভেন্টাসে দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে ইতি টানেন কিয়েল্লনি।ক্লাবের হয়ে এই দীর্ঘ বর্ণময় কেরিয়ারে ২০ টি ট্রফি জিতেছেন এই তারকা ডিফেন্ডার।