এটিকে মোহনবাগানে আসছে জুভেন্টাসের তারকা, জানুন বিস্তারিত

দল বদলের খেলা শুরুর আগেই বেশ আক্রমণাত্মক মেজাজে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে ইতিমধ্যে একজন বিদেশি ডিফেন্ডারকে দলে তুলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।…

Juventus star Simone Zaza

দল বদলের খেলা শুরুর আগেই বেশ আক্রমণাত্মক মেজাজে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে ইতিমধ্যে একজন বিদেশি ডিফেন্ডারকে দলে তুলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। যদিও তার নাম এখনো প্রকাশ‍্যে আনা হয়নি ক্লাবের তরফে। হয়ত খুব শীঘ্রই সবুজ মেরুন সমর্থকরা জানতে পারবেন তার নাম। আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

ডিফেন্ডার পজিশনের ফুটবলারকে সই করিয়ে নেওয়ার ফলে আর মাত্র একজন বিদেশকে সই করানো বাকি এটিকে মোহনবাগানের।এবং এই মুহূর্তে একজন স্ট্রাইকারকে সই করাতে পারে তারা। এক্ষেত্রে খোজ খবর জারি আছে বর্তমানে।

এরই মাঝে একদিন এটিকে মোহনবাগানের একজন সমর্থক সাংবাদিক মারাকাস মারগুলাও’র কাছে জানতে চেয়েছিলেন সবুজ মেরুন ব্রিগেড কি ইতালির ৩১ বছর বয়সী তারকা স্ট্রাইকার সিমোনে জাজা’কে (Simone Zaza) দলে নিতে পারে কি?

সংশ্লিষ্ট তারকা এই ইতালিয়ান ফুটবলারের বর্তমানে মার্কেট ভ‍্যালু সত্তর কোটি টাকা। এতো বিরাট অংকের চুক্তির প্রস্তাব এই মুহূর্তে দেওয়া সম্ভব’ই নয় সবুজ মেরুনের তরফে। আসলে যিনি প্রশ্ন করেছেন তিনি নেহাত আবেগের বশে সেই প্রশ্ন করে ফেলেছিলেন।ব‍্যাপারটা পুরোপুরি ভিত্তিহীন।প্রসঙ্গত,ক্লাব কেরিয়ারে জাজা জুভেন্টাস, ভ‍্যালেন্সিয়া এবং ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছিলেন।

তবে এমন বিরাট মাপের একজন স্ট্রাইকা কে না আনলেও সবুজ মেরুন শিবির যে একজন গুনগত মানের স্ট্রাইকারকে দলে আনবেন সে কথা বলাই বাহুল্য।

এদিকে শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান দল ছাড়তে চলেছেন তাদের দলের যুব নির্ভরযোগ্য তারকা ফুটবলার সুমিত রাঠি কে।এই ভারতীয় ডিফেন্ডারের সত্যিই উচিত দল বদলানোর । কারণ সবুজ মেরুন শিবিরে একেবারেই গেম টাইম পাচ্ছেন না তিনি।শেষ দুই মরসুমে খেলার সুযোগ টাই পাননি।