Sunday, December 7, 2025
HomeSports NewsKolkata Derby: ডার্বি পিছিয়েছে শুনে চটলেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো

Kolkata Derby: ডার্বি পিছিয়েছে শুনে চটলেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো

- Advertisement -

সম্প্রতি ইস্টবেঙ্গলের বিশেষ অনুরোধে বদলে গেছে ডুরান্ডের ডার্বি ম‍্যাচের (Kolkata Derby) তারিখ। আর তার জন্য চটলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ১৬ আগষ্টের পরিবর্তে এই ডার্বি ম‍্যাচ খেলা হবে ২৮ আগষ্ট।

আরও পড়ুন: Kolkata Derby: ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দেওয়ার চ্যালেঞ্জ টুটু বসুর

   

শনিবার বিকেলে প্রাক্টিসের পর সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।সেখানে ডুরান্ডের ডার্বি প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ” ভারতে আসার পর ডুরান্ড সম্পর্কে শুনেছি, ধারনা আছে তার ঐতিহ্য সম্পর্কে।গতবার জিতেছিলাম অন‍্য দলের হয়ে (এফসি গোয়া)।কিন্তু এবার যেভাবে ক্রীড়াসূচি পরিবর্তন করা হয়েছে, তা কখনও প্রত‍্যাশিত নয়।”

আরও পড়ুন: Sport News : ৬ আগস্ট ডার্বি, ফুটবল জ্বরে ভুগবে কলকাতা

তার অসন্তোষের কারণ জানতে চাওয়া হলে এটিকে মোহনবাগান কোচ জানিয়েছেন,টুর্নামেন্টের প্রথম ম‍্যাচ’ই ডার্বি তাই আলাদা পরিকল্পনা ছিলো।বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছিলো।কিন্তু এখন পুরো পরিকল্পনা’তে বদল আনতে হবে । এটা খুবই সমস্যার বিষয়।এভাবে ক্রীড়াসূচী বদলালে হতাশ,নষ্ট হয়ে যায় প্রতিযোগীতার গুরুত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular