Juan Ferrando: কোন পরিকল্পনায় জামশেদপুর বধ করতে চাইছেন ফেরেন্দো?

গত বসুন্ধরা ম্যাচে চোট পেয়ে আপাতত কয়েকমাসের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। যা নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে দলের বিদেশি…

Juan Ferrando

গত বসুন্ধরা ম্যাচে চোট পেয়ে আপাতত কয়েকমাসের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। যা নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে দলের বিদেশি ডিফেন্ডারদের উপরেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরোন্দো (Juan Ferrando)। এক্ষেত্রে অজি তারকা ব্র্যান্ডন হ্যামিলের পাশাপাশি জাপানি তারকা হেক্টর ইউস্তে ।

Advertisements

তবে মূল চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই বিদেশি তারকা তথা হুগো বুমোস ও জেসন কামিন্সের অনুপস্থিতি। যারফলে, পুরোনো ছকের বদল ঘটিয়ে ফের নতুন করে তৈরি করতে হবে সমস্ত কিছু। এক্ষেত্রে আমূল বদল আনা হতেপারে দলের অন্দরে। এক্ষেত্রে দুই বিদেশি সেন্টার ব্যাকের পাশাপাশি অধিনায়ক শুভাশিস বোসের কাঁধে থাকছে দলের দায়িত্ব।

   

অন্যদিকে, আপফ্রন্টে জুঁটি বেঁধে লড়াই করতে পারেন সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো খেলোয়াড়রা। পাশাপাশি আক্রমণ ভাগে জুঁটি বাধতে দেখা যেতে পারে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেট্রতোসকে। মূলত তাদের পায়ের দিকেই আজ তাকিয়ে আপামর সবুজ-মেরুন অনুরাগীরা।

বলাবাহুল্য, ডুরান্ড কাপের সময় থেকে দলে যোগ দিলেও এখনো পর্যন্ত নিজের চেনা ছন্দে ধরা দিতে সক্ষম হননি আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। যা নিয়ে খুব একটা খুশিনন কেউ। এই পরিস্থিতিতে এবার দিমিত্রির সঙ্গে তাকে রেখেই তিন পয়েন্ট পেতে চাইছে কলকাতার এই প্রধান। একইভাবে নজর থাকবে দিমিত্রি পেট্রতোসের দিকে।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে দলের মধ্যে দক্ষ ফরোয়ার্ডের অভাব থাকলেও গোলের পর গোল করে গিয়েছেন অজি তারকা দিমিত্রি পেট্রতোস। যারফলে, একটা সময় গোল্ডেন বুটের দৌড়ে ও থাকতে দেখা গিয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত ওডিশা এফসির দিয়াগো মরিসিওর হাতে ওঠে সেই খেতাব। তবে এবার নিজেকে একই ছন্দে রাখতে চান দিমিত্রি পেট্রতোস। বুট জয়ের পাশাপাশি দলের হয়ে লিগ শিল্ড শিরোপা জেতাই অন্যতম লক্ষ্য এই অজি ফুটবলারের।