Mohun Bagan: তিন পয়েন্ট পেতে মরিয়া বাগান, এক নজরে দলের একাদশ

কিছুটা সময় পরেই রাত ৮টা নাগাদ জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। যেদিকে তাকিয়ে বঙ্গের আপামর…

Mohun Bagan Aims

কিছুটা সময় পরেই রাত ৮টা নাগাদ জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। যেদিকে তাকিয়ে বঙ্গের আপামর ফুটবলপ্রেমী মানুষ। আসলে এই ম্যাচ জিতলে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষে চলে আসবে সবুজ-মেরুন। সেটাই প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের।

গত এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে থেকে ম্যাচ ড্র করলেও ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। তবে সেই ম্যাচেই খেলতে গিয়ে চোট পেয়েছিলেন দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। বর্তমানে কয়েকমাস মাঠের বাইরে এই তারকা ফুটবলার। অন্যদিকে, আপ ফ্রন্টের আরও দুই ফুটবলার তথা অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও মরোক্কান তারকা হুগো বুমোস ও নেই আজ দলের সঙ্গে। জ্বরের পাশাপাশি চোট আঘাতের সমস্যার দরুন থেকে গিয়েছেন কলকাতায়। এই পরিস্থিতিতে বহু ভাবনা চিন্তা করে নিজেদের একাদশ সাজিয়েছেন দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো।

   

সেইমতো আজ ও দলের তিন কাঠির দায়িত্বে থাকছেন বিশাল কাইথ। দলের সর্বদা ভরসা জুগিয়েছেন তিনি। পাশাপাশি দলের রক্ষনভাগে থাকছেন ব্রান্ডন হ্যামিল, হেক্টর ইয়ুৎসে ও অধিনায়ক শুভাশিস বসু্। উল্লেখ্য, আজ দলের ডিফেন্সিভ মিডে থাকতে চলেছেন গ্লেন মার্টিনস। পাশাপাশি মাঝমাঠে শক্তি জোগানোর জন্য থাকছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলার।

অন্যদিকে, দলে হুগো বুমোসের অনুপস্থিতিতে আজ শুরু থেকেই উইং সামলাবেন মনবীর সিং। তাকে সঙ্গ দেবেন লিস্টন কোলাসো। এছাড়া, একেবারে উপরে থেকে দলের হয়ে গোল তুলে আনার জন্য থাকছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেট্রতোস।

বলাবাহুল্য, গত মরশুমে ভালো খেলেও লিগশিল্ড হাতছাড়া হয়েছিল মোহনবাগান দলের। তবে এবার সেই শিরোপা নিজেদের করে, এএফসি চ্যাম্পিয়নস লিগের পথ প্রশস্ত করতে চায় মেরিনার্সরা।