ISL: পিঠ বাঁচাতে গিয়ে মুখ পোড়ালেন হুয়ান ফেরান্দো

Juan Ferrando ATK Mohun Bagan lost 2-1 to Chennaiyin FC in ISL opener

ভুলের থেকে শিক্ষা নেওয়া দূর অস্ত, উল্টে ভুলের অতল গভীরে ডুব দিতেই যেন নেমেছে ATK মোহনবাগান দল। সোমবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়েন এফসির কাছে ২-১ গোলে হেরে গেল হুয়ান ফেরান্দোর ATK মোহনবাগান।

Advertisements

ফ্লোরেন্টিন পোগবা বড় নাম কেননা তার নামের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বিখ্যাত ফুটবলার পল পোগবার। পোগবার কলকাতা বিমানবন্দরে পা রাখতেই চারিদিক জুড়ে ধন্য ধন্য রব উঠেছিল। অথচ ISL টাইটেলশিপের প্রথম ম্যাচেই প্রথম একাদশে ঠাই জোটেনি ওজনদার এই ডিফেন্ডারের। প্রথম একাদশে জায়গা জোটেনি লেনি রড্রিগেজ, লিস্টন কোলাসোর।হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে।

ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হারের পর হুয়ান ফেরান্দো ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ বলে ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। সবুজ মেরুন ভক্তদের সঙ্গে ATK মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলের হেডকোচ হুয়ান ফেরান্দোর পারফরম্যান্সের ময়নাতদন্তে বসে ‘গো বাট স্লো’ নীতি এখনও পর্যন্ত ধরে রেখেছেন,দুম করে হেডকোচ হিসেবে হুয়ান ফেরান্দোকে ছেঁটে না ফেলে।

সোমবার, ISL টুর্নামেন্টে প্রথম ম্যাচে রাজার মতোই শুরু করেছিল প্রীতম কোটালরা।ম্যাচের ২৭ মিনিটে মনবীর সিং’র করা গোলে লিড নেয় গঙ্গা পাড়ের ক্লাব। কিন্তু এগিয়ে গিয়েও পিছিয়ে পড়তে হয় হুগো বৌমাসদের।

ক্ষণিকের ভুল সবুজ মেরুন গোলকিপার বিশাল কাইথের ফাউল বক্সের ভিতরে, বল ATK মোহনবাগানের জালে জড়ানোর সুযোগ মোটেও হাতছাড়া করেনি ক্যারিক্যারি,৬৩ মিনিটে ১-১ গোলের সমতাতে ফিরে আসে চেন্নাইয়েন এফসি।আর ৮২ মিনিটে, রহিম আলি বাগান ডিফেন্সের সাথে ছেলেখেলা করে গোল।ব্যস ওমনি ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন নিয়ে ফের একবার কাটাছেড়া শুরু বাগান জনতার।

Advertisements

এক গোলে এগিয়ে থাকাটা কখনই নিরাপদ নয়, যেকোনো দলের কাছে। এই সময়ে গোলের লিড বাড়ানোই বুদ্ধিমানের কাজ। তা কিন্তু এদিন হলনা। ২৭ মিনিটে, গোল করার পর মেরিনার্স ক্যাম্প যেন গুটিয়ে গেল। আর ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের ফাউল। এগিয়ে গিয়েও পিছিয়ে পড়লোই শুধু নয়,গোটা ম্যাচ থেকে আচমকা উধাও হয়ে গেল সবুজ মেরুন খেলোয়াড়দের ‘ম্যাচ টেম্পারমেন্ট’। টেম্পারমেন্ট হারানোর এই সুযোগের সদ্ব্যবহার করে রহিম আলি ATK মোহনবাগানের জালে বল জড়াতেই ফের একবার ‘হুয়ান ফেরান্দো হঠাও’ হাওয়া শক্তি সঞ্চয় করলো।

চলতি ISL টুর্নামেন্ট কার্যত অ্যাসিড টেস্ট ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে।সরু সুতোয় ঝুলছে হুয়ান ফেরান্দোর কোচিং ভাগ্য। চলতি টাইটেলশিপের প্রথম ৫ ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি হবে

কার্ড, বাগান সংসারে হুয়ান ফেরান্দোর জমানা কতটা আদৌ স্থায়িত্ব পেতে পারে। খাঁদের কিনারাতে দাঁড়িয়ে ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো দেওয়াল লিখন স্পষ্ট পড়ে ফেলে বড় নাম(ফ্লোরেন্টিন পোগবা) বাদ রেখে ট্যাকটিক্যাল মুভ করেছিলেন চেন্নাইয়েন এফসি’র বিরুদ্ধে, জয়ের লক্ষ্যে। কিন্তু ৬৩ মিনিটে বিশাল কাইথের ফাউল,যা ম্যাচের ‘এক্স ফ্যাক্টর’ও বটে, আর রহিম আলির বাগান ডিফেন্স লাইন নিয়ে ছেলেখেলা ফেরান্দোর সমস্ত ফুটবল দর্শনে জল ঢেলে দিলো। সঙ্গে সঙ্গে হুয়ান ফেরান্দোর ফুটবল বোধ বড়সড় প্রশ্নের মুখে, সবুজ মেরুন সমর্থকদের কাছে।