ATK মোহনবাগানের ইনস্ট্রাগ্রাম পেজে হুয়ান ফেরান্দোর চাঞ্চল্যকর মন্তব্য

আগামী বুধবার ATK মোহনবাগান ১১ তম রাউন্ডে নিজেদের ন’নম্বর ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। প্লে অফের টিকিট নিশ্চিত করতে দু’দলের কাছে এই ম্যাচ হাইভোল্টেজ।…

Juan Fernando

আগামী বুধবার ATK মোহনবাগান ১১ তম রাউন্ডে নিজেদের ন’নম্বর ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। প্লে অফের টিকিট নিশ্চিত করতে দু’দলের কাছে এই ম্যাচ হাইভোল্টেজ। অন্যদিকে বুধবারের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। তার আগে মুম্বইকে আগামী সোমবার, ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে।

লিগ টেবিলে ATK মোহনবাগান থার্ড বয়, ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট গোল পার্থক্যে (২), হায়দরাবাদ এফসি সেকেন্ড বয় সম সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্টে, গোল পার্থক্যে (১১) এবং শীর্ষে মুম্বই সিটি এফসি ৮ ম্যাচ ১৬ পয়েন্ট, গোল পার্থক্যে (৭)। লিগ টেবিলে চারে রয়েছে জামশেদপুর এফসি, যারা ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৫)।

   

Juan Fernando

আইএসেলের লিগ টেবিলের দিকে চোখ রাখলে স্পষ্টতই ধরা পড়ছে পয়েন্ট টেবিলে প্রথম চার দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলে অনবরত চ্যালেঞ্জ ছুঁড়ছে। কোনও দলেরই পজিশন পাকাপোক্ত নয়। প্লে অফের টিকিট কনফার্ম করতে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই শুধু অন দ্য ফিল্ডে এমনটা নয়, লড়াইটা এখন অন দ্য ফিল্ডের থেকেও অনেকটাই বেশি অফ দ্য ফিল্ড। কেননা টাইটেলশিপের ইঁদুর দৌড়ে টিকে থাকতে গেলে টিম ম্যানেজমেন্টকে মনস্তাত্ত্বিক লড়াইটাও লড়তে হচ্ছে প্রতি সেকেন্ডে প্র‍্যাকট্রিস সেশন থেকে শুরু করে টিম হোটেলের অন্দরমহল জুড়ে।

এমন আবহে রবিবার, ২ জানুয়ারি ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর জন্মদিন। আর এই উপলক্ষ্যে
Atkmohunbaganfc ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে হেডকোচ হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া বেশ তাৎপর্যপূর্ণ। ওই পোস্টে হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া, “আপনাদের সমস্ত জন্মদিনের বার্তার জন্য অনেক ধন্যবাদ🙏 আমি আপনাদের সবাইকে ২০২২ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই”! ইনস্ট্রাগ্রাম পোস্টের সবথেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য ফেরান্দোর,”এর (২০২২ নতুন বছর) সবচেয়ে বেশি লাভ করার চেষ্টা করা যাক”।

<

p style=”text-align: justify;”>আসন্ন হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ যে হাইভোল্টেজ তা, ঠারেঠোরে বুঝে গিয়েছেন স্প্যানিয়ার্ড হেডকোচ হুয়ান ফেরান্দো। এই ম্যাচ চলতি আইএসএলে ATK মোহনবাগানের প্লে অফের যোগ্যতা অর্জনের ভাগ্য পরীক্ষার দিন। এমনটা বুঝতেই ধুরন্ধর স্প্যানিশ হেডকোচ ফেরান্দো সবুজ মেরুন সমর্থকদের আকাশসম প্রত্যাশার চাপকে লঘু করতে আসরে নেমে পড়েছেন, অত্যন্ত স্ট্র‍্যাটেজিক প্রতিক্রিয়ায় সমর্থকদের আশ্বস্ত করার মোটিভ নিয়ে। আর ওই মোটিভ হল দলের ফুটবলারেরা যাতে প্রত্যাশার অতিরিক্ত চাপে পড়ে হাইভোল্টেজ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় খেই হারিয়ে না ফেলে, ছন্দ ধরে রেখে পুরো তিন পয়েন্ট পকেটে পুড়ে ফেলে।