হুয়ান ফেরান্দোর চাঞ্চল্যকর বক্তব্যে তোলপাড় ফুটবল মহল

Juan Fernando in a shocking speech

চলতি ISL টুর্নামেন্টে করোনার জেরে ATK মোহনবাগানের ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসির বিপক্ষে,ম্যাচ ৬১ বেঙ্গালুরু এফসি এবং ম্যাচ ৬৬ কেরালা ব্লাস্টার্স এফসি এই তিন ম্যাচ স্থগিতের ধাক্কা কাটিয়ে টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Fernando) কাছে।

Advertisements

২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগ(ISL) সেশনে টানা তিন ম্যাচ না হওয়ায় ফুটবলারদের মানসিকতার ওপর প্রভাব পড়েছে বিস্ফোরক স্বীকারোক্তি ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোর। এই প্রসঙ্গে অত্যন্ত জোরের সঙ্গে সবুজ মেরুন হেডস্যার বলেন,”অবশ্যই। ম্যাচের প্রস্তুতি হয়ে যাওয়ার পরে যদি ম্যাচের দিন সকালে জানা যায় ম্যাচটা হচ্ছে না, তা হলে খুবই হতাশ লাগে। আমাদের ক্ষেত্রে এইরকম তিন-তিনবার হয়েছে। তবে এটা একটা কঠিন সময়। এই সময়ে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।”

   

রবিবার ওডিশা এফসি ম্যাচের পরেই কলকাতা ডার্বি, ২৯ জানুয়ারি ম্যাচ নম্বর ৭৫। টানা তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, গত ইন্ডিয়ান সুপার লীগ(ISL)সেশন এবং চলতি মরসুম মিলিয়ে।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে রবিবারের ম্যাচের গুরুত্ব নিয়ে ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোর কৌশলী বক্তব্য, “সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আপাতত ফোকাস ওডিশার ওপর। তার পরে এসসি ইস্টবেঙ্গল নিয়ে ভাবব।”

Advertisements

তবে একই সঙ্গে আক্ষেপের সুরও শোনা গেল ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোর মুখে। মেরিনার্সদের হেডস্যার নিজের আক্ষেপ গোপন না রেখে সোজাসাপ্টা বক্তব্যে বলেন,”আমার কাছে এটা প্রথম বিগ ডার্বি। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটা আনন্দের। কোয়ারান্টিনে থাকার সময় এই কয়েকদিনে আমি আমাদের ক্লাবের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি। কলকাতার ফুটবল নিয়ে অনেক জেনেছি। তাই এই ম্যাচে থাকতে পারাটা খুবই আনন্দের। তবে কলকাতায় ম্যাচটা না হওয়ায় একটু হতাশ। কারণ, ওখানকার আবেগ, সমর্থকদের মিস করব।”

সব মিলিয়ে হুয়ান ফেরান্দোর মগজশাস্ত্রে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের ছ্যাকা লেগেছে সেটা স্পষ্টতই পরিষ্কার নিজের আক্ষেপের ইস্যুতে মুখ খুলে।