বিস্ফোরক অভিযোগ ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর

কোভিড সমস্যা, চোট-আঘাত কাটিয়ে রবিবার প্রায় ১৭ দিন পরে ম্যাচ খেলতে নামবে ATK মোহনবাগান (Mohun Bagan) দল। সমস্যা অনেকটা কাটলেও সদ্য সুস্থ হয়ে ওঠা খেলোয়াড়দের…

Juan Ferrando

কোভিড সমস্যা, চোট-আঘাত কাটিয়ে রবিবার প্রায় ১৭ দিন পরে ম্যাচ খেলতে নামবে ATK মোহনবাগান (Mohun Bagan) দল। সমস্যা অনেকটা কাটলেও সদ্য সুস্থ হয়ে ওঠা খেলোয়াড়দের নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মেরিনার্সদের স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, খেলোয়াড়দের এখন ফিটনেসের থেকে মানসিকতা স্বাভাবিক করে তোলাটা বেশি কঠিন। প্রতিপক্ষকে বরাবরের মতোই শক্তিশালী মনে করছেন। ফেরান্দোর ফুটবল বোধ বলছে, রবিবারের ম্যাচ বেশ কঠিন হবে।

গত ম্যাচে ওডিশা এফসি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভাল জয় (২-০) পেয়েছে। এই নিয়ে হুয়ান ফেরান্দোর বক্তব্য, “এই অবস্থার মধ্যে প্রত্যেক দলের কাছেই ম্যাচগুলো কঠিন। দলের সঙ্গে, দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা এই অবস্থায় বেশ কঠিন। আমাদের কাছে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা খুব জরুরি। কারণ, ওডিশা গত ম্যাচে ভাল জয় পেয়েছে। তাই যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদের এখন নিজেদের পরিকল্পনায় বেশি জোর দিতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।”

‘দ্য কলিঙ্গ ওয়ারির্সদের বিরুদ্ধে হুগো বুমৌসের সার্ভিস ATKMB পাবে না, এই অবস্থায় রয় কৃষ্ণ-ডেভিড উইলিয়ামস জুটি ওডিশার বিপক্ষে স্কোয়াডের প্রথম একাদশে অন্তর্ভুক্তি প্রসঙ্গে সবুজ মেরুন হেডস্যার যে চিন্তিত কথাতেই পরিষ্কার। এই প্রসঙ্গে ফেরান্দো বলেন,”দেখছি। একটা পরিকল্পনা তো আমরা তৈরি করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী সেরা দলই নামাব।”

৫ জানুয়ারির পর থেকে ATK মোহনবাগান দল আর কোনও ম্যাচ খেলেনি। ম্যাচ নম্বর ৫০ হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে সবুজ মেরুন শিবিরের হেডকোচ হুয়ান ফেরান্দো ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণকে প্রথম একাদশের বাইরে রেখে টিম নামায়। সোজা কথায় ‘চমক’ বলা যেতে পারে।কিন্তু এটা নিজস্ব ফুটবল বোধ, ‘ডু অর ডাই’ টাইটেলশিপ সিচুয়েশনে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগানের স্প্যানিয়ার্ড হেডকোচের এটা আসলে ট্যাকটিক্যাল মুভ। ওই ম্যাচে ATK মোহনবাগান ২-২ গোলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ড্র করে। এরপর করোনার জেরে তিন ম্যাচ স্থগিত হয় ATK মোহনবাগানের।

এই অবস্থায় সবুজ মেরুন ফুটবলারেরা কতটা তরতাজা, ওডিশা এফসি’র বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা জড়তা থাকার আশঙ্কা প্রসঙ্গে হুয়ান ফেরান্দোর সাফ কথা,”তরতাজা রয়েছে, কারণ ওরা এখন স্বাভাবিক জীবনে রয়েছে। তবে বেশির ভাগ ক্লাবের মতোই আমাদের ছেলেরাও কিছুটা ক্লান্ত। শারীরিক কারণে নয়, মানসিক কারণে। সাধারণত, প্রচুর পরিশ্রম করে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন তারা মুহূর্তগুলো উপভোগ করতে পারে না, তখনো প্রায় একই অবস্থা হয়। এটা বোঝানো কঠিন। তবে এখন ওদের ফিটনেস নিয়ে আলোচনা করার সময় নয়।”

চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) টানা তিনটি ম্যাচ না হওয়ায় ফুটবলারদের মানসিকতার ওপর প্রভাব পড়েছে স্বীকারোক্তি ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দোর। এই প্রসঙ্গে অত্যন্ত জোরের সঙ্গে সবুজ মেরুন হেডস্যার বলেন,”অবশ্যই। ম্যাচের প্রস্তুতি হয়ে যাওয়ার পরে যদি ম্যাচের দিন সকালে জানা যায় ম্যাচটা হচ্ছে না, তা হলে খুবই হতাশ লাগে। আমাদের ক্ষেত্রে এইরকম তিন-তিনবার হয়েছে। তবে এটা একটা কঠিন সময়। এই সময়ে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।”

সব মিলিয়ে ATK মোহনবাগানের ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসির বিপক্ষে,ম্যাচ ৬১ বেঙ্গালুরু এফসি এবং ম্যাচ ৬৬ কেরালা ব্লাস্টার্স এফসি এই তিন ম্যাচ স্থগিতের ধাক্কা কাটিয়ে টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে।