East Bengal: নতুন বছরের প্রথম দিনেই জয় পেল ইস্টবেঙ্গল

নববর্ষের প্রথম দিনেই ইস্টবেঙ্গল ক্লাবে খুশির খবর। জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal )। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী লাল হলুদ ব্রিগেড। রবিবার সকালে…

East Bengal, North East United FC

নববর্ষের প্রথম দিনেই ইস্টবেঙ্গল ক্লাবে খুশির খবর। জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal )। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী লাল হলুদ ব্রিগেড। রবিবার সকালে দিল্লির মাঠে ছিল ইস্টবেঙ্গলের RFDL ম্যাচ। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে মশাল বাহিনীর মুখে হাসি। জোসেপ জাস্টিনের করা একমাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সলা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জোসেপ।

এদিন সকাল ৮ টার সময় ম্যাচ শুরু হয়েছিল। ম্যাচের শুরু থেকেই বিতর্ক। দিল্লির ইউনিভার্সিটি মাঠে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বিতর্ক রয়েছে মাঠ নিয়ে। রেফারির একটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

ইস্টবেঙ্গলের এই ম্যাচে সবার আগে চোখে পড়বে মাঠ। মাঠের মান নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক জায়গায় ঘাস ওঠা। দেখা যাচ্ছে মাটি। যে টুর্নামেন্টে উঠতি ফুটবলাররা খেলছেন, সেই মাঠের হাল এরকম কেমন সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঠের নাম ভালো না হলে চোট আঘাতের সমস্যা বৃদ্ধি পায়। ভালো মানের মাঠ যে কোনও বয়সী ফুটবলারদের জন্য প্রয়োজনীয়।

আরও একটি অভিযোগ রয়েছে রেফারিকে কেন্দ্র করে। নির্ধারিত সময়ের আগেই নাকি বাঁশি বাজিয়ে দিয়েছিলেন রেফারি। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের অভিযোগ, প্রথমার্ধের খেলা শেষ হতে তখনও মিনিট দুই বাকি ছিল। তার আগেই নাকি বাঁশি বাজিয়ে দিয়েছিলেন তিনি।