হুমকি দিয়েছিলেন সাংবাদিক, বিসিসিআই-কে নাম জানাল ঋদ্ধিমান

দিল্লিতে বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটির সামনে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা।(Wriddhiman Saha) তাঁকে হুমকি দিয়েছিলেন এক সাংবাদিক। সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে উপস্থিত হয়ে যাবতীয় তথ্য…

Wriddhiman Saha

short-samachar

দিল্লিতে বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটির সামনে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা।(Wriddhiman Saha) তাঁকে হুমকি দিয়েছিলেন এক সাংবাদিক। সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে উপস্থিত হয়ে যাবতীয় তথ্য কমিটির হাতে তুলে দেন ঋদ্ধি।

   

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়া দিনেই টুইট করে ঋদ্ধিমান সাহা বিষয়টি তুলে ধরেছিলেন। সংশ্লিষ্ট সাংবাদিকের পাঠানো হোয়াটসঅ্যাপ চ্যাট-এর স্ক্রিনশট পোস্ট করেছিলেন তিনি। প্রশ্ন তোলেন, কী করে একজন সাংবাদিক তাঁকে এভাবে হুমকি দিতে পারেন?ঋদ্ধিমান সাহার টুইটের পর ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সহ বীরেন্দ্র শেহবাগ, ভাজ্জি ঋদ্ধির পাশে দাঁড়ান। ঋদ্ধিমানকে সেই সাংবাদিকের নাম প্রকাশ করার পরামর্শ দেন।

Wriddhiman Saha

বিষয়টিতে বিসিসিআইয়ের হস্তক্ষেপ করা উচিত বলে দাবি করেন। বোর্ডের কমিটির সদস্য প্রজ্ঞান ওঝা ঋদ্ধিমানকে ফোন করে সাংবাদিকের নাম জানতে চান। যদিও সেই সময় নাম জানাননি ঋদ্ধিমান। পরবর্তী সময়ে তিনি জানিয়েছিলেন, সাংবাদিকের পরিবারের কথা ভেবে নাম প্রকাশ করতে চাননি। তাঁকে আরও একটি সুযোগ দিতে চান। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তিনি নাম জানাবেন।

এরপরই বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সহ তিনজন-কে নিয়ে বিসিসিসিআই-এর তরফে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়। সূত্রের খবর, যাবতীয় তথ্য দিয়ে হুমকি দেওয়া সাংবাদিকের নাম ঋদ্ধি জানিয়েছেন। কমিটির তরফ থেকেও ঋদ্ধিমান সাহাকে যা প্রশ্ন করা হয়েছিল তার উত্তর তিনি দিয়েছেন বলেই খবর। বিসিসিআইয়ের তরফে সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে কথা না বলার জন্য ঋদ্ধিমানকে পরামর্শ দেওয়া হয়েছে।ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের তরফ থেকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত করছে বিসিসিআই।