বায়ার্ন মিউনিখের (Real Madrid vs Bayern) বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ জয়ী গোল গোল নিয়ে কিছু বিতর্ক রয়ে গিয়েছে। ভিএআর-এর মাধ্যমে জোসেলুর (Joselu Real Madrid) দ্বিতীয় গোলকে মান্যতা দিয়েছিলেন রেফারি। প্রাথমিকভাবে মনে হয়েছিল অফসাইডে বলে টাচ করেছিলেন জোসেলু। রিভিউ করার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। রেফারি কি তাহলে ভুল সিদ্ধান্ত দিয়েছেন?
ম্যানুয়েল নুয়ারের একটি ভুলকে কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিল রিয়্যাল মাদ্রিদ। এরপর অতিরিক্ত সময়ে রুডিগারের বাড়ানো পাস থেকে গোল করেন জোসেলু। ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ।
Mohun Bagan Attack: পুরো তুফান! মোহনবাগানের আক্রমণভাগে দিমি-জেমি-জেসন?
অফসাইডের পতাকা তোলা হয়েছিল, বাতিল করা হয়েছিল গোল। তবে লুক মদ্রিচরা রেফারির কাছে গোলের জন্য দাবি জানাতে থাকেন। এরপর দ্রুত নেওয়া রিপ্লে থেকে স্পষ্ট হয়ে যায় যে মাদ্রিদ ফুটবলার জোসেলু আসলে অফসাইড পজিশনে ছিলেন না।
Barca Fans where una sha see offside , the ball dey ahead of Joselu pic.twitter.com/AgIiwnO24c
— MORAYO (@Nelsondy_8) May 8, 2024
জোসেলু বায়ার্ন ডিফেন্সে এগিয়ে থাকলেও রুডিগার ঠিক জায়গা থেকে ক্রস করায় বলের চেয়ে এগিয়ে ছিলেন না জোসেলু। খেলোয়াড়দের কেবল ফরোয়ার্ড পাস থেকে অফসাইড বিচার করা যেতে পারে, যার অর্থ দ্বিতীয় গোলের ক্ষেত্রে অফসাইড নিয়ম ভাঙা হয়নি। বিতর্ক থাকলেও রিভিউ করার পর রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।
AIFF: ভিএআর প্রসঙ্গে এবার কী বলছেন কল্যাণ চৌবে? জানুন
মিউনিখে প্রথম লেগে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আলফানসো ডেভিসের দুর্দান্ত গোলে সমস্যায় এগিয়ে গিয়েছিল বায়ার্ন। পরে জোসেলুর গোলে জয় লাভ করে মাদ্রিদ। আগামী ১ জুন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ওয়েম্বলিতে ফাইনাল ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।