East Bengal Fans: সমর্থকদের উদ্দেশ্যে ‘চাঞ্চল্যকর বার্তা জর্ডন এলসের

এবারের মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল (East Bengal) রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন অজি ফুটবলার জর্ডন এলসে (Jordan Elsey)। স

Jordan Elsey

short-samachar

এবারের মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল (East Bengal) রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন অজি ফুটবলার জর্ডন এলসে (Jordan Elsey)। সময় মতো তিনি যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ দিয়েছেন বহুবার। কিন্তু ডুরান্ড ফাইনালটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও তার দলের পক্ষে।

   

ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট আসে তার পায়ে। যারফলে, আপাতত কয়েকমাস মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। সেইসাথে এবারের এই আইএসএলে একেবারে অনিশ্চিত এই তারকা ফুটবলার। সেজন্যই এবার বিকল্প ফুটবলারকে দলে টানার কথা ভাবতে শুরু করেছে লাল-হলুদ শিবির।

গত কয়েকদিন আগে ক্লাবের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে, “ডার্বি ম্যাচে হাটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে অজি তারকা জর্ডন এলসেকে। তবে আমরা সকলেই তার সঙ্গে রয়েছি। আশা করবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন নিজের চেনা ছন্দে।”

তার মধ্যে চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের নতুন মরশুম। উক্ত টুর্নামেন্টের প্রথম লেগে জর্ডান এলসেকে যে পাওয়া যাবে না তা ভালো মতোই বুঝতে পারছে ম্যানেজমেন্ট। তবুও তার উপর থেকে ভরসা হারাচ্ছেন না স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

এসবের মাঝেই এবার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন এই অজি তারকা। নিজের সোশ্যাল সাইটে লাল-হলুদ সমর্থকদের পাশাপাশি নিজের একটি ছবি আপলোড করে তিনি লেখেন,”আমার রিহ্যাব শুরু হয়েছে। আমার কথা এতটা ভাবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি মাঠে দেখা হচ্ছে সকলের সঙ্গে।” যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা।