East Bengal: ভাইদের খেলা দেখতে মাঠে হাজির দাদা এলসে

jordan Elsey east bengal

আরএফডিএল (RFDL)-এ ফের মুখোমুখি হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। ব্যারাকপুর স্টেডিয়ামে চলছে ম্যাচ। বিরতির আগে পর্যন্ত স্কোরলাইন ০-০। ক্লাবের ছোটোদের এই ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত রয়েছেন জর্ডান এলসে (Jordan Elsey)।

আরএফডিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার বিকেলে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। টুর্নামেন্টের আগের সাক্ষাতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ৫ গোল দিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছিল বাগান। এদিনের ম্যাচে যে কোনও প্রকারে জয় তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের লক্ষ্য নিজেদের মোমেন্টাম বজায় রাখা। সিনিয়র দলের পাশাপাশি সবুজ মেরুন শিবিরে যুব দল রয়েছে ফর্মে। লাল হলুদ মশাল ফের নিভিয়ে ফর্ম ধরে রাখতে মরিয়া গঙ্গা পারের ক্লাব।

   

east bengal jordan elsey

রবিবার মোহন-ইস্ট দ্বৈরথ দেখার জন্য ব্যারাকপুরের মাঠে উপস্থিত রয়েছে বিদেশি ডিফেন্ডার জর্ডান এলসে। চলতি বছরের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন ইস্টবেঙ্গলের জর্ডন এলসে। মাঠে গা ঘামানোর মুহূর্তের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর আরো কিছু ছবি বা মুহূর্ত পোস্ট করেছেন। নতুন বছরের শুরু থেকেই মাঠে নামার জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন জর্ডন। জিমে ঘা ঘামাচ্ছেন। পায়ে তুলতে শুরু করেছেন ভারী ওজন। আগের থেকে এখন তিনি অনেকটাই ফিট। দ্রুত পুরোপুরি সেরা উঠবেন এমনটাই চাইছেন লাল হলুদ সমর্থকরা। তবে মাঠে নামার সময় হয়তো এখনও আসেনি। আপাতত মাঠের বাইরে থেকে খেলা দেখে ক্লাবের পাশে থাকছেন জর্ডান এলসে।

জর্ডন ঠিক কবে মাঠে ফিরবেন জানা নেই। তবে লাল হলুদ জার্সি পরে তার অভাব অনেকটা পূরণ করে দিয়েছেন হিজাজি মাহের। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত নিজে জর্ডন গিয়ে পছন্দ করেছিলন এই ডিফেন্ডারকে। আপাতত যে কটা ম্যাচ খেলেছেন তাতে প্রশংসা করা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন