Joni Kauko: ইন্টার কাশীতে যুক্ত হয়ে কী বললেন কাউকো?

আসন্ন আইলিগ মরসুমে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ইন্টার কাশী ফুটবল ক্লাবের (Inter Kashi FC)। সেজন্য গত মাসেই আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে নিযুক্ত করেছে…

Joni Kauko

আসন্ন আইলিগ মরসুমে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ইন্টার কাশী ফুটবল ক্লাবের (Inter Kashi FC)। সেজন্য গত মাসেই আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে নিযুক্ত করেছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মেনেই খেলোয়াড়দের সই করতে থাকে বারাণসীর এই ফুটবল ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে জনি কাউকোর (Joni Kauko) নাম।

   

গত সোমবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ইন্টার কাশী। যা নিঃসন্দেহে বড়সড় চমক। ফিনল্যান্ডের এই তারকা ফুটবলারের উপস্থিতিতে মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আইলিগের এই ক্লাব। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে আইএসএল খেলেছিলেন কাউকো। মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের।

কিন্তু নতুন সিজনে আর তাঁকে দলে রাখেনি সবুজ-মেরুন। পরবর্তীতে কাউকোকে দলে টানার জন্য আইএসএলের বেশ কয়েকটি ক্লাব আগ্ৰহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাজিমাত করে বারাণসীর এই ফুটবল ক্লাব।‌ আইলিগের এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন,’ আমি এই দলের সদস্য হতে পেরে যথেষ্ট খুশি। আমি সকলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। আমাদের সাথে থাকুন, সমর্থন করতে থাকুন। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আপনারা সকলে মাঠে এসে আমাদের উৎসাহ দিন।’