Joni Kauko: বেঙ্গালুরু নয় সবুজ-মেরুন থাকছেন কাউকো, কবে আসছেন শহরে?

শেষ ফুটবল সিজনের মাঝামাঝি সময় প্রতিপক্ষ দলের বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের দাপুটে ফুটবলার জনি কাউকো (Joni Kauko)। যার প্রভাব এসেছিল দলের অন্দরে।…

Joni Kauko

শেষ ফুটবল সিজনের মাঝামাঝি সময় প্রতিপক্ষ দলের বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের দাপুটে ফুটবলার জনি কাউকো (Joni Kauko)। যার প্রভাব এসেছিল দলের অন্দরে। তবে সেবার দাপুটে পারফরম্যান্স করে আইএসএল ফাইনালে উঠে যায় এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যারফলে, বিশেষ বিমানের মাধ্যমে তাকে দেশ থেকে উড়িয়ে আনে ম্যানেজমেন্ট। তবে পরবর্তীতে কোনো টুর্নামেন্টেই নামতে পারেননি এই তারকা।

বলাবাহুল্য, তখনও পুরোপুরি সুস্থ ছিলেন না কাউকো (Joni Kauko)। তবে চিকিৎসকদের অনুমান ছিল যে চলতি বছরের ডিসেম্বর নাগাদ পুরোপুরি ফিট হয়ে আসতে পারেন কাউকো (Joni Kauko)। তাই সবদিক মাথায় রেখেই একটা সময় এই তারকা ফুটবলার কে ছাটাই করার সিদ্ধান্ত নেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে পরবর্তীতে চোট সারিয়ে তাকে দেখে নিয়েই সিদ্ধান্ত নিতে চান বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। বর্তমানে সেই অপেক্ষায় সকলে।

   

Joni Kauko

কিন্তু নতুন মরশুশে আইএসএল খেলার পাশাপাশি এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ও চূড়ান্ত সাফল্য পাওয়াই অন্যতম লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। সেজন্য,নয়া মরশুমের কথা মাথায় রেখে ইউরোপ দাপানো ফুটবলার আর্মান্দো সাদিকু এবার এসেছেন এই দলে। যা বর্তমানে বাড়তি শক্তি দিচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan)। শেষ মরশুমে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। সেই মেয়াদ শেষ হতেই তাকে দলে টানে মোহনবাগান (Mohun Bagan)ম্যানেজমেন্ট।

শহরে এসে সবুজ-মেরুন জার্সিতে খেলতে নেমে অল্প দিনের মধ্যেই সকলের মন জিতে নিয়েছেন এই তারকা ফুটবলার। এএফসি কাপের মতো টুর্নামেন্টে গোল ও করেছেন এই আলবেনিয়ান তারকা। এছাড়াও দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে এসেছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। তাদের যৌথ আক্রমণে এবার ধরাশায়ী হওয়ার অবস্থা প্রতিপক্ষ দলগুলির। এসবের মাঝে কাউকোর (Joni Kauko) সুযোগ পাওয়া নিয়ে ও দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন।

যারফলে, একটা সময় শোনা গিয়েছিল যে মোহনবাগান (Mohun Bagan)ছেড়ে নাকি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতে যোগদান করবেন কাউকো (Joni Kauko)। তবে পরবর্তীতে সেই সংক্রান্ত কিছুই জানা যায়নি। বর্তমানে যতদূর খবর, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতায় আসছেন জনি কাউকো (Joni Kauko)। সব ঠিকঠাক থাকলে ফের যোগ দিতে পারেন দলের সঙ্গে।