গত বছর দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয় করতে পারেনি ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকেই শেষ হয়েছিল মরসুম। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন সিজনে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য। সেজন্য গত মাসেই আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে নিযুক্ত করে ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মেনেই খেলোয়াড়দের সই করতে থাকে বারাণসীর এই ফুটবল ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে জনি কাউকোর (Joni Kauko) নাম।
আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে ইন্টার কাশী। যা নিঃসন্দেহে বড়সড় চমক। ফিনল্যান্ডের এই তারকা ফুটবলারের উপস্থিতিতে মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আইলিগের এই ক্লাবের। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে আইএসএল খেলেছিলেন কাউকো। মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের।
কিন্তু নতুন মরসুমে আর তাঁকে দলে রাখেনি সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় কাউকোকে দলে টানার ক্ষেত্রে আইএসএলের একাধিক ক্লাব আগ্ৰহ প্রকাশ করলেও তা বেশিদিন এগোয়নি। শেষ পর্যন্ত হাবাসের পথ ধরে আইলিগের এই ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন লিগ শিল্ড জয়ী এই তারকা।