Jon Toral: ভারতের মাটিতে খেলবেন আর্সেনালের প্রাক্তন ফুটবলার

স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জন তোরালকে (Jon Toral) ফ্রি ট্রান্সফারে সই করাল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। দুই বছরের চুক্তিতে ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত ইন্ডিয়ান…

Jon Toral signs for mumbai city fc

স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জন তোরালকে (Jon Toral) ফ্রি ট্রান্সফারে সই করাল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। দুই বছরের চুক্তিতে ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবের হয়ে খেলবেন তিনি।

Brazil vs Colombia: কলম্বিয়ার বিরুদ্ধেও ব্রাজিলের তুরুপের তাস সেই ভিনিসিয়াস!

   

স্পেনের স্থানীয় ক্লাব ইউই ব্যারি সান্তেস ক্রুসের হয়ে ফুটবল যাত্রা শুরু করেন জন তোরাল। এরপর বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় সুযোগ পান। সেখান থেকে আর্সেনালে যোগদান করেন। লন্ডনের এই ক্লাবে যোগদান তাঁর কেরিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আর্সেনালের হয়ে প্রিমিয়ার রিজার্ভ লিগ, নেক্সটজেন সিরিজ এবং উয়েফা যুব লিগ খেলেছিলেন। তোরালের তাঁর পেশাদার ফুটবল কেরিয়ারে ব্রেন্টফোর্ড, বার্মিংহাম সিটি, ইংল্যান্ডের হাল সিটি, স্পেনের গ্রানাডা সিএফ, স্কটল্যান্ডের রেঞ্জার্স এফসি এবং সম্প্রতি গ্রিসের ওএফআই ক্রিট এফসি সহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন।

 

তোরাল বিভিন্ন লিগ ও দলের হয়েও ২৭৫ টি ম্যাচ খেলেছেন খেলেছেন। ৩৫ টি গোলের পিছনে সরাসরি অবদান রাখার পাশাপাশি নিজে করেছেন ৪৬ টি গোল। ৬ ফুট উচ্চতার এই ফুটবলার প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানোর জন্য পরিচিত।

Dipesh Murmu: ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছেন দীপেশ, বাড়িয়েছেন প্রত্যাশা

মুম্বই সিটি এফসিতে সই করার পর জন বলেছেন, ‘ভারতে আমার জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি অবিশ্বাস্যভাবে উত্তেজিত। মুম্বই সিটির ট্রফি জয়ের ভাল ট্র্যাক রেকর্ড রয়েছে, দেশের অন্যতম সফল ক্লাব। আমি আমার সতীর্থ, কোচ এবং মুম্বই সিটি এফসির হয়ে অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি।’