নর্থইস্ট ফুটবল অ্যাকাডেমির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় জন আব্রাহাম

John Abraham Conrad Sangma

বিগত বেশকয়েকটি ফুটবল মরশুম ধরে অফ কালার থেকেছে জন আব্রাহামের (John Abraham) নর্থইস্ট ইউনাইটেড। বহু প্রত্যাশা নিয়ে গতবারের আইএসএল মরশুম শুরু করলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে এই ফুটবল দল। সেজন্য, আইএসএল মরশুমের শেষে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই আইএসএল অভিযান শেষ হয় তাদের। যা দেখে হতাশ ছিল সকলেই।

এছাড়াও সুপার কাপের মতো বৃহৎ ফুটবল টুর্নামেন্টে ও আশানুরূপ ফল করতে ব্যর্থ থাকে নর্থইস্ট। যা বড়ই নিরাশাজনক থেকেছে ম্যানেজমেন্টের কাছে। সেজন্য, নতুন মরশুমের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালিকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তার পছন্দের দেশি ও বিদেশি ফুটবলারদের দিয়েই এবার সেজে উঠছে দলের স্কোয়াড।

   

বিদেশি ফুটবলারদের থেকেও এবার দেশিয় ফুটবলারদের উপর জোর দিয়েই নিজেদের স্কোয়াড সাজিয়েছে এই ফুটবল দল। সেইমতো দলে ফিরিয়ে আনা হয় রিডিম ট্যালাংকে। পাশাপাশি তরুন প্রতিভাবান তারকা ইমরান খান সহ আশিষ আখতারকে যুক্ত করা হয় দলের সঙ্গে। তবে সেখানেই শেষ নয়। গত কয়েকদিন আগেই আইএসএলের এই দলের সঙ্গে যুক্ত করা হয় মুকুল পানোয়ার সহ আরো দুই তরুণকে। যাদের মধ্যে রয়েছেন সাজন ফ্রাঙ্কলিন ও লুইস নিকসন। গত কয়েক মরশুমে আইএসএল জয়ী দল তথা বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছিলেন এই দুই তরুণ। এবার নর্থইস্ট দলের জার্সিতে দেখা যাবে তাদের। তবে সেখানেই শেষ নয়।

এবার খেলোয়াড় তুলে আনার বিষয়ে বিশেষ জোর দিতে চাইছে নর্থইস্ট ম্যানেজমেন্ট। সেজন্য দলের যুক্ত করা হয়েছে বেঙ্গালুরু এফসির প্রাক্তন সিউ মন্দার তামহানেকে। একেবারে নতুন প্রতিভাদের তুলে আনার জন্যই বিশেষ দায়িত্ব পেয়েছেন মন্দার। সেইজন্যই এবার মেঘালয়ের দিকে নয়া ফুটবল অ্যাকাডেমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই ফুটবল দল।

সেইমর্মে গতকাল রাতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বিশেষ বৈঠক করেন নর্থইস্ট ফুটবল দলের অন্যতম কর্নধার তথা জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। যতদূর জানা গিয়েছে, কথাবার্তা অনেকটাই ইতিবাচক। আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত সেইমতো কাজকর্ম শুরু করবে সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন