AFC Champions League: ঢাকা আবাহনীর বিরুদ্ধে পরিসংখ্যানের এগিয়ে বাগান

AFC প্রতিযোগিতার (AFC Champions League) প্রথম হার্ডল অতিক্রম করেছে ঢাকা আবাহনী (Dhaka Abahani) এবং মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।

Mohun Bagan Super Giant

AFC প্রতিযোগিতার (AFC Champions League) প্রথম হার্ডল অতিক্রম করেছে ঢাকা আবাহনী (Dhaka Abahani) এবং মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। পরের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই ক্লাব। এশিয়ান টুর্নামেন্টে প্রথম একাদশ মূলত বিদেশি নির্ভর। ফুটবল প্রেমীরা দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার ব্যাপারে আশা করতে পারেন। কারণ দুই ক্লাবের স্কোয়াড বেশ শক্তিশালী। বিদেশি ব্রিগেড উল্লেখযোগ্য।

গত বছরেও ঢাকা আবাহনী এবং মোহন বাগান একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এপ্রিলের সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ডেভিড উইলিয়ামস। বাগানের পক্ষে ম্যাচ শেষ হয়েছিল ৩-১ ব্যবধানে। এবার ডেভিড উইলিয়ামস নেই। দুই দলেই হয়েছে ব্যাপক পরিবর্তন। তবুও খাতায় কলমে কিছুটা হলেও এগিয়ে থাকবে মোহন বাগান সুপার জায়ান্ট।

   

বাইশের সেই ম্যাচের মোহন বাগানের প্রথম একাদশ এবং এবারের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষত বিদেশি খেলোয়াড়রা নতুন। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস জুটিকে বিদায় জানিয়েছে গঙ্গা পাড়ের ক্লাব। বদলে আক্রমণভাগে রয়েছেন জেসন কামিন্স, দিমি পেত্রতস, অর্মান্দ সাদিকুরা। সবুজ মেরুন জার্সিতে জেসন কামিন্স ইতিমধ্যে খুঁজে পেয়েছেন প্রতিপক্ষের গোলের ঠিকানা। মোহন বাগান সুপার জায়ান্টের খেলা এখনও পুরোপুরি দানা না বাঁধলেও এক দক্ষতায় ম্যাচ বের করে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে একাধিক ফুটবলারের।

ঢাকা আবাহনী গোলের জন্য তাকিয়ে থাকতে পারেন কর্নেলিয়স স্টুয়ার্টের দিকে। এশিয়ান প্রতিযোগিতায় অভিজ্ঞ এই ফুটবলারের পরিসংখ্যান বেশ ভালো। জরুরি বহু ম্যাচে গোল করেছেন। AFC খেলার জন্য তাকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করেছে ঢাকা আবাহনী। জেসনের মতো তিনিও গোলের মধ্যে রয়েছেন। প্রাথমিক ম্যাচে দুই দলই বড় ব্যবধানে জয় পেয়েছে। সব মিলিয়ে উপভোগ্য হতে পারে ২২ আগস্ট সন্ধ্যা ৭ টার ম্যাচ।