Cristiano Ronaldo: রোনাল্ডোর সঙ্গে নিজের তুলনা জোফ্রা আর্চার-এর

Cristiano Ronaldo

ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার নিজের আইপিএল কেরিয়ারের শুরু থেকে খেলেছেন রাজস্থান রয়্যালস-এর হয়েই। এবার রয়্যালস ছেড়ে ৮ মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছেন তিনি। তখন ভাবা হয়েছিল, ফিট হয়ে যোগ দিতে পারবেন টিমে। তবে চোটের কারণে এ বার আর আইপিএলে খেলতে পারবেন না তিনি। আর তাই তাঁর রাজস্থান ছেড়ে মুম্বইকে বেছে নেওয়া অনেকটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রথম বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আসার মতো।

Advertisements

আর্চারের কথায়, “পরিবেশ বদলটা অনেক সময়ই কাজে দেয়। তাতে নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি করা যায়। চেনা এবং স্বস্তিদায়ক জায়গা থেকে যাওয়াটা ভালো। কিন্তু সে সব ছেড়ে বেরিয়ে কেউ যখন নতুন কোনও জায়গা গিয়ে পারফর্ম করতে শুরু করে, তখন কিন্তু প্লেয়ার হিসেবে নিজেকে মাপতে পারে। ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর কথাই ধরুন না। ও যখন প্রথম বার ইংল্যান্ড ছেড়ে বেরিয়ে এসেছিল, তখন লোকে বলেছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বাইরে ও হয়তো সাফল্য পাবে না। কিন্তু রোনাল্ডো যেখানে যখন খেলেছে, নিজেকে প্রমাণ করেছে। ওর স্কিল নিয়ে এখন আর কেউ প্রশ্ন তোলে না। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই।” 

   

মুম্বাই ইন্ডিয়ান্স প্রসঙ্গে আর্চার আরো জানান, “মুম্বই একটা পরিবার। যে কারণে ওরা সব সময় সাফল্য পায়। মালিঙ্গা এই টিমের হয়ে লম্বা সময় খেলেছে। রোহিতও দীর্ঘদিন খেলছে। এই ব্যাপারগুলো কিন্তু একটা টিম সম্পর্কে ধারণা পরিষ্কার করে দেয়। যে টিমের হয়ে খেলতে নামব, সেই টিমের পরিবেশ নিরাপদ বলে মনে হয়। যে কোনও নতুন প্লেয়ারের পক্ষেও মানিয়ে নিতে অসুবিধা হয় না।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements