Jitendra Singh: জামশেদপুর এফসি’তে নতুন চুক্তি জীতেন্দরের

আইএসএলে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়া ফুটবলারদের একজন জীতেন্দর সিং (Jitendra Singh)। ভারতের অনূর্ধ -১৭ দলের বিশ্বকাপার। জামশেদপুর’কে গতবারের League Winners’ Shield জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা…

Jitendra Singh

আইএসএলে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়া ফুটবলারদের একজন জীতেন্দর সিং (Jitendra Singh)। ভারতের অনূর্ধ -১৭ দলের বিশ্বকাপার। জামশেদপুর’কে গতবারের League Winners’ Shield জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।নয়া চুক্তি অনুযায়ী ২০২৪ সাল অবধি সেখানেই থাকবেন তিনি।

ফুটবল মহলে জিতু নামে পরিচিত তিনি।ক্লাবের সাথে নতুন চুক্তি সারার পর তিনি বলেছেন,” গোটা ক্লাব আমার উপর যে ভরসা রেখেছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়।বিষয়টা ভালো খেলতে অনেক’টা এগিয়ে দিয়েছিল।আমাকে ভালো মিডফিল্ডার হয়ে ওঠার ক্ষেত্রে জামশেদপুরের বিশেষ ভূমিকা আছে।

জামশেদপুরে দর্শক ভরা মাঠে এর আগেও খেলেছি,সেই স্বাদ পুনরায় নেওয়ার অপেক্ষার তর আর সয়না।ক্লাবকে সোনালী সময় এনে দেওয়াটাই লক্ষ‍্য”
উত্তরাখন্ডের ছেলে জিতেন্দর খুব ছোটো বয়সেই কলকাতায় চলে আসে ।২০১৭ সালে দেশে যুব বিশ্বকাপের আসরে খেলেন।এরপর যান ইন্ডিয়ান অ্যারোজের।২০১৮ সালে যোগদান করেন জামশেদপুরে।