বহু বিদেশির তুলনায় এখনও নির্ভরযোগ্য জিতেন

জিতেন মুর্মু (Jiten Murmu), কলকাতা ফুটবল লিগের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গিয়েছে এই নামটি। এবারেও মাঠে নেমে দেখিয়েছেন নিজের টাচ। জিতেনের দল ভবানীপুর এফসি রয়েছে…

Jiten Murmu

জিতেন মুর্মু (Jiten Murmu), কলকাতা ফুটবল লিগের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গিয়েছে এই নামটি। এবারেও মাঠে নেমে দেখিয়েছেন নিজের টাচ। জিতেনের দল ভবানীপুর এফসি রয়েছে সিএফএল ২০২৪ জয়ের দৌড়ে।

   

১০ সেকেন্ডে গোল, ‘আই লিগ’ অভিযান শুরু করল ডায়মন্ড হারবার

এবারের কলকাতা ফুটবল লিগে সাত গোল হয়ে গিয়েছে জিতেন মুর্মু। তাঁর ফেসবুক ওয়ালে উজ্জ্বল গোলের ভিডিওগুলো। নিজের খেলার আপডেট সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন তিনি। বাংলার বহু উঠতি ফুটবলারের কাছে জিতেন একজন আইডল। বয়স তিরিশ ছুঁয়েছে, আগের থেকে গতি হয়েছে কিছুটা মন্থর, কিন্তু স্কিল আগের মতোই ধারালো।

শেষ গোল করেছেন ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। সিএফএল ২০২৪-এ জিতেনের এটি সপ্তম গোল। দীপ সাহার কাছ থেকে বল পেয়ে চকিত শটে গোল। গোলকিপারের পজিশন দেখে নিয়ে নিখুঁত প্লেসমেন্টে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে।

ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং, মোহবাগান বাংলার তিন বড় ক্লাবেই এক সময় সুযোগ পেয়েছিলেন জিতেন। খেলেছিলেন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির হয়ে। কিন্তু খেলেননি ইন্ডিয়ান সুপার লিগের কোনও দলের হয়ে।

সুয়ারেজ অবসর নিচ্ছেন, একই পথে রোনালদো?

একজন স্ট্রাইকারের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, জিতেনের মধ্যে সেগুলো রয়েছে। তবুও কেন তিনি ধীরে ধীরে বড় দলের জার্সি থেকে দূরে সরে এলেন সে এক রহস্য। অনেকেই হয়তো বলবেন খেপ খেলার কারণে জিতেন নিজের জায়গা হারিয়েছেন। তবুও জিতেন মুর্মু এখনও যে পারফরম্যান্স করে চলেছেন সেটা ভারতে খেলা বহু বিদেশির কাছে ঈর্ষণীয় হতে পারে। কলকাতা ফুটবল লিগে অতীতে বহু বিদেশি ফুটবলার খেলে গিয়েছেন। তাদের মধ্যে অনেকেই এখন বিস্মৃত, ছাপ ফেলতে পারেননি ফুটবল প্রেমীদের মনে। জিতেন এখনও পারছেন তাঁর প্রতিভার জোরে।