চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়েছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ। যেখানে শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখে এগিয়ে চলেছে ময়দানের দুই। ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান। তবে গত ম্যাচে এটিকে মোহনবাগান কিছুটা আটকে গেলেও এখনো পর্যন্ত অপরাজিত থেকেছে ইমামি ইস্টবেঙ্গল। যার ফলে এখনো পর্যন্ত গ্রুপ শীর্ষে রয়েছে লাল-হলুদ শিবির। এবার ডার্বি জিততে মরিয়া লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। তাই জোরকদমে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের ফুটবলাররা।
আগামী ২৩ মার্চ নৈহাটি স্টেডিয়ামে দুপুর তিনটে নাগাদ এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তার আগে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করল দলের ফুটবলাররা। তবে গত সুরুচি সংঘের ম্যাচে লাল কার্ড থাকায় ডার্বি খেলতে পারবেন না বিনো জর্জের প্রিয় ছাত্র জেসিন টিকে। যারফলে আজ বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখতে হল তাকে। পাশাপাশি কার্ড সমস্যা থেকে গিয়েছে দলের আরো দুই ফুটবলারের।
দলের অনুশীলনের পাশাপাশি আজ রিহ্যাব ও আইস বাথ ও সম্পন্ন করা হয়। আগামী পরশু ডার্বি ম্যাচ। তার আগে দলের সকল খেলোয়াড়দের চনমনে রাখাই একমাত্র লক্ষ্য। তবে গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে এটিকে মোহনবাগান। যারফলে আসন্ন ডার্বি ম্যাচের আগে কিছুটা হলেও চাপে থাকবে দলের খেলোয়াড়রা।
অন্যদিকে গত ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলেছে ইস্টবেঙ্গল। যারফলে আগামী ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাসী লাল-হলুদ খেলোয়াড়রা। তবে মোহনবাগান ম্যাচে সুমিত-কিয়ানদের বিপক্ষে আদৌ কতটা সক্রিয় হয়ে উঠবে তারা, এখন সেটাই দেখার।