Punjab: ভোল বদলেছে পাক মদতপুষ্ট খালিস্তানি অমৃতপাল, গোরু খোঁজা খু়ঁজছে পুলিশ

খালিস্তানিরা লাহোরকে তাদের ঘাঁটি বলে চিহ্নিত করে। পাঞ্জাবের পুলিশ দিল নতুন ছবি। কোথায় শিখ বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিং? পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোরু খোঁজার মত খুঁজছে পুলিশ।

307

ভোল বদলে গোপনে ভারত ছেড়ে প্রতিবেশি কোনও দেশ থেকে সরাসরি পাকিস্তানে চলে যেতে পারে খালিস্তানি উগ্র শিখ মৌলবাদী নেতা (Anritpal Singh) অমৃতপাল সিং এমন ধারণা করা হচ্ছে। খালিস্তানিরা লাহোরকে তাদের ঘাঁটি বলে চিহ্নিত করে। পাঞ্জাবের (Punjab) পুলিশ দিল নতুন ছবি।

      কোথায় শিখ বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিং?

পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি (khalustani) বিচ্ছিন্নতাবাদী-‘জঙ্গি’ নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গোরু খোঁজার মত খুঁজছে (Punjab) পাঞ্জাব পুলিশ। তাকে আত্মগোপনে সাহায্য করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এমন ইঙ্গিত আগেই এসেছে পুলিশের কাছে। কিন্তু কোথায় খালিস্তানি নেতা? উগ্র ধর্মীয় প্রচারত মৌলবাদী অমৃতপাল সিং ধর্মীয় উস্কানি দিয়ে আত্মঘাতী যুবক বাহিনী গঠন করেছে। তদন্তে উঠে এসেছে তার এই বাহিনী বোমা নিয়ে আত্মঘাতী হামলায় প্রশিক্ষিত।

amritpal-singh

পুলিশের অভিযান চলাকালীন একটি গাড়িতে পালায় খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের প্রধান অমৃতপাল সিং। তার ঘনিষ্ঠ সশস্ত্র রক্ষীদের কয়েকজন ধৃত। চলছে তল্লাশি। তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত অধরা অমৃতপাল। আত্মগোপনে থেকে ভোল বদলেছে সে, এমনই মনে করা হচ্ছে।

বিভিন্ন পোশাকে অমৃতপাল সিংয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের আইজিপি সুখচৈন সিং গিল বলেছেন, আমরা অমৃতপাল সিংয়ের কয়েকটি ছবি সবার জন্য প্রকাশ করছি। তাকে গ্রেফতার করতে যে কেউ আমাদের সাহায্য করতে পারে।

পাঞ্জাব পুলিশ বলেছে যে মৌলবাদী ধর্ম প্রচারক অমৃতপাল সিং তার পোশাক পরিবর্তন করে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার আগে একটি গুরুদোয়ারায় ঢুকেছিল। তাকে পালাতে সাহায্যকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে।