Neeraj Chopra: শুধু ভারত নয়, পাকিস্তানেও জ্যাভেলিন থ্রোয়ারদের অনুপ্রেরণা নীরজ

চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তাঁর জ্যাভেলিন গিয়ে পড়ে…

neeraj chopra

চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তাঁর জ্যাভেলিন গিয়ে পড়ে ৯০.১৮ মিটার দূরে যা রেকর্ড। এর আগে দক্ষিণ এশিয়ার অ্যাথলিটদের মধ্যে কেউ ৯০ মিটারের দূরত্ব পার করতে পারেননি।

Advertisements

আর্শাদের কোচ সৈয়দ হুসেন বুখারি। ছাত্রের সোনাজয়ের পর বুখারি জানিয়েছেন শুধু ভারত নয়, পাকিস্তানেও জ্যাভেলিন থ্রোয়াররা নীরজ চোপড়াকে দেখে অনুপ্রাণিত! এবং পাকিস্তানে তার মত কোচেরাও তাদের ছাত্রদের ট্রেনিংয়ের সময় নীরজের উদাহরণ দেন। বুখারির বড় ইচ্ছে লাহোর কিংবা ইসলামাবাদের দর্শকঠাসা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করুক আর্শাদ এবং নীরজ যদি জেতে তবে ওর প্রতি একইরকম ভালবাসা বর্ষণ করব যেমনটা আমরা মিলখা সিংজির প্রতি করেছিলাম যখন ১৯৬০ সালে আবদুল খালিকের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। খেলার প্রতি এক ভালবাসার সমান যোগসূত্র অনুভব করেন অ্যাথলিটরা।” বুখারি জানিয়েছেন, বার্মিংহ্যামে আর্শাদ সোনাজয়ের পর পাকিস্তানেও অল্পবয়সী ছেলেরা জ্যাভেলিলে আগ্রহ দেখাচ্ছে।