Home Sports News ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া এলসিনহোর বায়োডাটা রীতিমতো চোখে পড়ার মতো

ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া এলসিনহোর বায়োডাটা রীতিমতো চোখে পড়ার মতো

Elsinho

ইস্টবেঙ্গলকে কার্যত একাই আটকে দিয়েছেন জামশেদপুর এফসির বিদেশি ফুটবলার এলসিনহো (Elsinho)। ফুটবল প্রেমীরা দীর্ঘকায় এই ব্রাজিলিয়ান ফুটবলারের খেলা দেখে মুগ্ধ। অনেকে তাকে বলতে শুরু করেছেন, ‘স্টিল ম্যান অফ জামশেদপুর’। এলসিনহোর কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করাই যায়। পেশাদার ফুটবলার হিসেবে তার বায়োডাটা রীতিমতো চোখে পড়ার মতো।

Advertisements

   

মূলত মেক্সিকান দল এফসি জুয়ারেজের হয়ে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এলসিনহো। এই ক্লাবে তিনি মোট ১৩৬ টি ম্যাচ খেলেছিলেন এবং এমনকি তার দলের হয়ে ১০টি গোলও করেছিলেন তিনি। মেক্সিকান দল সেলায়া এফসি-তে লোনে যাওয়ার পর তিনি লা লিগা ২-এ স্প্যানিশ দল রেসিং ফেরোলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। স্পেনের এই ক্লাবটির হয়ে তিনি অংশ নিয়েছিলেন প্রায় ২৫টি ম্যাচ। রক্ষণ ভাগে খেললেও তার গোল করার দক্ষতা বরাবর প্রকাশ পেয়েছে। মেক্সিকোর পর স্পেনেও করেছেন একাধিক গোল। রেসিং ফেরোলের হয়ে চারটি গোল করেছিলেন এলসিনহো।

ব্রাজিলিয়ান এই ফুটবলার মিডফিল্ডার এবং সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে খেলতে অভ্যস্ত। তার খেলার ধরণ হয়তো মনে করাবে কার্ল ম্যাক হিউয়ের কথা। এটিকে মোহন বাগানের হয়ে অপরিহার্য ভূমিকা পালন করেছিলেন কার্ল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন এলসিনহো।

৩২ বছর বয়সী এই ফুটবলার ব্রাজিলিয়ান হাইল্যান্ডসের মনোরম শহর উবেরাবা থেকে উঠে এসেছেন। সাও পাওলো ভিত্তিক ক্লাব ওয়েস্তে এফসির হয়ে অভিষেকের আগে তার ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছিল ব্রাজিলিয়ান ফুটবলের লোয়ার ডিভিশন। অবশেষে তিনি ২০১৬ সালে এফসি জুয়ারেজে সুযোগ পান।bএবং মেক্সিকান ক্লাবটির হয়ে খেলে নিজের নামের প্রতি সুনাম অর্জন করেন।

Advertisements