Mumbai Python: ফ্ল্যাটের জানালা দিয়ে ঝুলছে বিশাল অজগর, মুম্বইয়ে ভয়াবহ পরিস্থিতি

বিশাল এক অজগর ঝুলছে। তার পাশে দুজন মানুষও ঝুলছে। এই ভয়াবহ দৃশ্য ভবিষ্যতে বলিউডের কোনও চরম বাণিজ্য সফল ছবির চিত্রনাট্য হয়ে গেল। অজগরের চেহারা দেখে…

বিশাল এক অজগর ঝুলছে। তার পাশে দুজন মানুষও ঝুলছে। এই ভয়াবহ দৃশ্য ভবিষ্যতে বলিউডের কোনও চরম বাণিজ্য সফল ছবির চিত্রনাট্য হয়ে গেল। অজগরের চেহারা দেখে স্তম্ভিত বিশ্ব। মুম্বইয়ের থানের একটি বহুতল থেকে ঝুলছে ওই অজগর।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে একটি ফ্ল্যাটের জানালার সাথে সংযুক্ত একটি লোহার গ্রিল থেকে দৈত্যাকার অজগর ঝুলতে দেখা যাচ্ছে যখন দু’জন লোক মুম্বাইয়ের থানে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করছে।

   

থানে শহরের মধ্যে যে বহুতল থেকে ওই বিরাট অজগরটি ঝুলছে তা দেখে শিহরিত বিশ্ব। গোটা বিশ্ব জুড়ে ভাইরাল এই ছবি। অজগর ঝুলছে। বিরাট তার পেট। মুখ আটকে জানালার গ্রিলে। ঠিক পাশে একজন ঝুলে সেই অজগরকে টানার চেষ্টা করছে। আর একজন জানালা থেকে হাঁ করা অজগরের মুখের সামনে দাঁড়িয়ে কোনওরকমে সেই সাপের মুখ ছাড়ানোর চেষ্টা করছে।

জনবহুল থানে। এখানে একটি বহুতলে অজগর কী করে অজগর ঢুকল? কেউ কি গোপনে অজগর পুষছিল? নাকি অজগরের চোরাচালান চলছিল? এমনই প্রশ্ন উঠছে।

মুম্বই তোলপাড়। অজগর-মানুষে চলছে টানাটানি। যদি কোনওরকমে জানালা থেকে সেই অজগরটি পড়ে যায় তাহলে মারা যাবে নিশ্চিত। আর যদি সে উদ্ধারকারীদের উপর ভয় পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে জীবন সংসয় যে কোনও একজনের। তবে ঝুলতে থাকা বিরাট অজগরটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন দুজন।

বিখ্যাত শোলে সিনেমার ডায়লগ জেল মে সুড়ঙ্গ আদলে মুম্বই মে অজগর এমনই বলছেন রোমহর্ষক ভিডিওদাতারা। মাথার উপর ঝুলছে বিরাট অজগর। নিচে হাজার খানেক জনতার চিৎকার। মু্ম্বইয়ে চলছে ঝুলন্ত অজগর নিয়ে টানাটানি পর্ব।