ISL: নিজেদের ভুল স্বীকার করল জামশেদপুর এফসি

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ভুল করে শাস্তি পেয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পুরো তিন পয়েন্ট দেওয়া হয়েছে মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC)। ‘অনিচ্ছাকৃত’ এই…

Jamshedpur FC

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ভুল করে শাস্তি পেয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পুরো তিন পয়েন্ট দেওয়া হয়েছে মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC)। ‘অনিচ্ছাকৃত’ এই ভুল করার জন্য সমর্থকদের কাছে ক্ষমতা চেয়ে বিবৃতি দিয়েছে জামশেদপুর এফসি।

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করেছে জামশেদপুর এফসি। ক্লাবের ফলোয়ারদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৮ মার্চ ২০২৪ তারিখে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের ৮৭ মিনিটে অনিচ্ছাকৃত ভুল করেছিল ক্লাব। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মাঠে ফুটবলার নামানোর ক্ষেত্রে হয়েছিল ত্রুটি। লিগের নিয়ম, শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে ক্লাব সর্বদা বদ্ধপরিকর। ঘটনাটি ইচ্ছাকৃত না হলেও ঘটনাটি দুঃখজনক এবং অবশ্য ক্লাবের ওপর প্রভাব ফেলেছে। সমর্থকদের উদ্দেশ্যে নিঃশর্তে ক্ষমা চাইছি আমরা।”

মুম্বাই সিটি এফসি গত ৮ মার্চ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। অভিযোগ ছিল, জামশেদপুর এফসি তাদের ম্যাচ চলাকালীন কমপক্ষে সাতজন ঘরোয়া খেলোয়াড়কে মাঠে খেলাতে ব্যর্থ হয়েছিল। আইএসএল ২০২৩-২৪ লিগের নিয়ম মেনে প্রতিবাদ করেছিল মুম্বাই সিটি এফসি। অভিযোগ পর্যালোচনা করে এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি মুম্বাই সিটি এফসির পক্ষে সিদ্ধান্ত দিয়েছে।

আইএসএল ২০২৩-২৪ লিগের নিয়ম অনুসারে উল্লিখিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরে, এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি বুধবার মুম্বাই সিটি এফসির পক্ষে রায় দিয়েছে। ম্যাচের ফলাফল মুম্বাই সিটি এফসির পক্ষে যাওয়ার ফলে পয়েন্ট তালিকায় উপকৃত হয়েছে মুম্বাই সিটি এফসি। লিগ শিল্ড জয়ের ব্যাপারে কিছুটা এগিয়ে গেল ক্লাব।